প্রতিনিধি
চাঁদপুর শহরের বিষ্ণুদী থেকে শীর্ষ ইয়াবা ব্যবসায়ীকে পুলিশ আটক করেছে। গত ২৫ জুন রাত ১১টায় চাঁদপুর মডেল থানার এএসআই নন্দন সরকার চাঁদপুর শহরের বিষ্ণুদী থেকে ইয়াবা ব্যবসায়ী সোহাগ সাউদ (২০) কে আটক করে।
এএসআই নন্দন সরকার জানান, পুলিশ সুপারের নির্দেশে সোহাগ সাউদকে তার বাড়ি থেকে আটক করা হয়। এ সময় তার কাছে ৬ পিচ ইয়াবা টেবলেট ও নগদ ৩৪ হাজার টাকা পাওয়া যায়। আটককৃত সোহাগকে জেল হাজতে প্রেরণ করা হলে সোহাগ অসুস্থ হওয়ায় আদালত তাকে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রেরণ করে। বর্তমানে তাকে পুলিশ প্রহরায় চিকিৎসা দেয়া হচ্ছে। সোহাগ সাউদ চাঁদপুর ও তার আশেপাশের এলাকায় অন্যতম ইয়াবা সরবরাহকারী বলে জানা যায়। তাকে ছাড়িয়ে নিতে প্রভাবশালী একটি মহল জোর তদবির ও প্রচেষ্টা চালাচ্ছে বলে একটি সূত্র জানায়