কচুয়া সংবাদদাতা: শুদ্ধ ভাবে কোরআন শিক্ষা গ্রহন প্রতিটি নর-নারীর জন্য প্রযোজ্য। তাই শিক্ষার যেমন বয়স নেই, জানার জন্য শিক্ষার কোনো বিকল্প নেই। পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যতিক্রমী এক কোরআন মাজিদ শিক্ষা আয়োজন করেন, ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ আজাদ।
গত ২৯ রমজান বুধবার কচুয়া উপজেলার ৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়নে আলীয়ারা মধ্যপাড়া জামে মসজিদে বয়স্ক ও তরুনদের মধ্যে শুদ্ধ ও সহীহ ভাবে মাসব্যাপী কোরআন মাজিদ শিক্ষা এই কর্মসূচির সমাপনী দিন ছিল। ওইদিন বিভিন্ন বয়সী ৩০জন কোরআন মাজিদ শিক্ষায় অংশগ্রহনকারীদের উপহার সামগ্রী বিতরণ করা হয়। ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ আজাদের সভাপতিত্বে পুরস্কার ও উপহার সামগ্রী তুলে দেন শাজুলিয়া দরবার শরীফের পরিচালক মাওলানা মুহাম্মদ আতাউল্যাহ শাজুলী।
এসময় ইউপি সদস্য মোবারক হোসেন,মসজিদ কমিটির সভাপতি-সেক্রেটারীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। চেয়ারম্যান আব্দুস সামাদ আজাদের এমন ব্যতিক্রমী উদ্যোগ ও আয়োজনকে স্বাগত জানিয়েছে এলাকাবাসী ও সুশীল সমাজ।