চাঁদপুর নিউজ রিপোর্ট
চাঁদপুর মডেল থানায় পুলিশের দায়ের করা দুটি রাজনৈতিক মামলায় মহামান্য হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিকসহ ৩ নেতা। অন্য দু জন হলেন : জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও চাঁদপুর শহর বিএনপির সাধারণ সম্পাদক আক্তার হোসেন মাঝি এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন। চাঁদপুর মডেল থানার মামলা নং-জিআর ১৪৮ ও জিআর ৫৬। চলতি বছরের প্রথম দিকে সরকার বিরোধী আন্দোলনে চাঁদপুর শহরের ঘোষেরহাট ও চান্দ্রায় ট্রাকে আগুন এবং পেট্রোল বোমায় নিহতের ঘটনায় এ দুটি মামলার আসামী হিসেবে উল্লেখিত নেতৃবৃন্দ গতকাল মঙ্গলবার দুপুরে হাইকোর্ট থেকে আগাম জামিন লাভ করেন। বিচারপতি সৈয়দ মোঃ জিয়াউল করিম ও বিচারপতি জাফর আহমেদের যৌথ বেঞ্চ জামিনের শুনানি শেষে চাঁদপুর জেলা বিএনপির ওই তিন নেতার আগাম জামিন মঞ্জুর করে আদেশ দেন। আদালতে আসামী পক্ষের আইনজীবী হিসেবে মামলা পরিচালনা করেন অ্যাডঃ জয়নাল আবেদীন।
শিরোনাম:
বৃহস্পতিবার , ৩০ জুন, ২০২২ খ্রিষ্টাব্দ , ১৬ আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।