এম এ আকিব, ॥
ড.মহিউদ্দিন খান আলমগীর এমপি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন দিন অন্যায়ের কাছে মাথা নত করেনি। আমরাও তার আদর্শে অনুপ্রানিত হয়ে দেশ ও জাতির উন্নয়নে কাজ করে যাব। তিনি সারা জীবন মানুষের মঙ্গলের জন্যে কাজ করে গেছেন। আজ দেশে অপশক্তি ভর করেছে। যা আমাদের দেশের উন্নয়নে প্রধান অন্তরায় হয়ে দাড়িয়েছে। আর শেখ হাসিনার নেতৃত্বেই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন সম্ভব। রোববার বিকেলে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমীতে জেলা যুব মহিলালীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমাদের সকলকে কাধে কাধ মিলিয়ে কাজ করে যেতে হবে দেশের উন্নয়ণের লক্ষে। এক্ষেত্রে যত বাধা বিপত্তি আসুক না কেন তা আমরা রাজপথে থেকে মোকাবেলা করবো। তিনি বলেন, আজকে যাদের উপর জেলা মহিলা যুবলীগের দায়িত্ব দেওয়া হবে তাদের সকলকে আমরা সর্বাত্মাকভাবে সাহায্য-সহযোগীতা করবো। তিনি সকলের উদ্দেশ্যে বলেন, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবধ্যভাবে কাজ করতে হবে।
সভায় বাংলাদেশ যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার জেলা যুব মহিলা লীগের কমিটি ঘোষণা দেন। তিনি জেলা যুব মহিলা লীগের সভাপতি হিসেবে ফরিদা ইলয়াসকে ও সাধারণ সম্পাদক হিসেবে ফারহানা মঈন রুমার নাম ঘোষণা করেন।