মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম (এমপি), মুক্তিযোদ্ধারা আমাদের প্রেরণার উৎস : ডাঃ দীপু মনি এমপি
স্টাফ রিপোর্টার:
চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল ২০ ডিসেম্বর রোববার বেলা ১২ টায় চাঁদপুর শহরের মাদ্রাসা রোডস্থ নিশি বিল্ডিং এলাকায় অনুষ্ঠানের আয়োজন করে মুক্তিযোদ্ধা সংসদ চাঁদপুর জেলা ইউনিট।
প্রধান অতিথি হিসেবে ৩ তলা বিশিষ্ট ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন এবং বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ডাঃ দীপু মনি।
জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডলের সভাপ্রধানে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার শামসুন্নাহার ও চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহামেদ। স্বাগত বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার এম এ ওয়াদুদ।
স্বাধীনতা পদক প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুননাহার চৌধুরী, গণর্পূত বিভাগ চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী রিপন কুমার রায় সহ জেলা মুক্তিযোদ্ধা সংসদ নেতৃবৃন্দ, উপজেলা কমান্ডারগণ, সাংবাদিক, রাজনীতিক, পেশাজীবী নেতৃবৃন্দ এবং প্রশাসনের অন্য কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপি বলেন, যেখানেই আপদ-বিপদ, সন্ত্রাস, জঙ্গি, স্বাধীনতা বিরোধী শক্তি, তার বিরুদ্ধে লড়াই প্রতিবাদ করার পবিত্র দায়িত্ব মুক্তিযোদ্ধাদের। মুক্তিযোদ্ধারা বীর, যারা হাসতে হাসতে জীবন দেয় ভাষা ও মাটির জন্যে। এই বীরদের কেউ দাবিয়ে রাখতে পারে না।
মায়া চৌধুরী আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের জন্যে যা করছেন, আল্লাহ যেন তাঁকে শতবছর আয়ু দেন, আমাদের খেদমত করার জন্য বেঁচে থাকেন। শেখ হাসিনা সরকারে থাকলে মুক্তিযোদ্ধাদের মুখে হাসি থাকবে।
বিশেষ অতিথির বক্তব্যে ডাঃ দীপু মনি এমপি বলেন, মুক্তিযোদ্ধারা আমাদের প্রেরণার উৎস। যে ভবন হবে তা তাদের ঠিকানা। মুক্তিযোদ্ধারা যাতে ভবনের উপরে উঠতে কষ্ট না পায় সেখানে যেনো লিফ্টের ব্যবস্থা করা হয়। গণর্পূত বিভাগকে এ লিফ্ট নতুন ডিজাইনের অন্তর্ভুক্ত করার অনুরোধ করেন তিনি।
ডাঃ দীপু মনি এমপি তাঁর বক্তব্যে মুক্তিযুদ্ধের ও অসাম্প্রদায়িক চেতনার বিরুদ্ধে যত গোষ্ঠী আছে, তারা যতোই শক্তিমান হোক তাদের প্রতিহত এবং রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। এরপর মুক্তিযোদ্ধা সংসদের জেলা ও উপজেলা ইউনিটের পক্ষ থেকে অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠান পরিচালনা করেন চাঁদপুর শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার আবু ছালেহ মোঃ আব্দুল্লাহ।
২ কোটি ৫৩ লাখ ৬০ হাজার টাকা ব্যয়ে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় থেকে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনটি নির্মাণ করে দিচ্ছে সরকার। দেশের ৬৪ জেলায় এ কমপ্লেক্স মুক্তিযোদ্ধাদের জন্য করা হচ্ছে। গণর্পূত বিভাগ চাঁদপুর উক্ত ভবনের নির্মাণ কাজটি সম্পন্ন করবে। ইতিমধ্যে টেন্ডারও হয়েছে বলে নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন।