স্টাফ করেসপন্ডেন্ট: ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ, ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী,২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে চাঁদপুর জেলা আওয়ামী লীগের আয়োজিত কার্যনির্বাহী কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ মার্চ) রাতে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বাসভবনে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতির বক্তব্য রাখেন নাছির উদ্দিন আহমেদ। তিনি বলেন, মার্চ মাস বাঙ্গালীর জাতির জন্য একটি ঐতিহাসিক মাস। বঙ্গবন্ধু জনগণের মেন্ডেট নিয়ে মুক্তিযুদ্ধের ডাক দেন। ৭ই মার্চের সকালে জাতির জনকের প্রতিকৃতিকে মাল্যদান, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে তাই সকলে উপস্থিত থাকবেন। ১৭ মার্চ জাতির জনকের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী করা হবে।
তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আজ ঐক্যবদ্ধ। আওয়ামালীগ একটি আদর্শিক রাজনৈতিক দল। আমাদেরকে জাতির জনক ও জননেত্রী শেখ হাসিনার আদর্শকে সামনে রেখে রাজনীতি করতে হবে। আজ জেলা আওয়ামীলীগ এক ও অভিন্ন। সভাপতি ও সাধারণ সম্পাদকের মথ্যে কোন মতানৈক্য নেই তাই চাঁদপুর জেলা আওয়ামীলীগের মধ্যে বিভেদ নেই। যতদিন নেত্রী চাইবে ততদিন আমরা দায়িত্বরপালন করে যাব। সম্মেলনের মধ্যদিয়ে নতুন নেতৃত্ব যদি আসে তাহলে আমাদের দায়িত্বও শেষ হবে। অন্যায়ের প্রতিবাদ রাজনৈতিকভাবে মোকাবেলা করবো।
সভায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, সহ সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রব মিয়া, আব্দুর রশিদ সরদার, সন্তোষ দাস, মনজুর আহমেদ, যুগ্মসাধারণ সম্পাদক আহসান উল্লাহ আখন্দ, এডভোকেট জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহির হোসেন পাটোয়ারী,মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা হানিফ পাটোয়ারী, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট রুহুল আমিন সরকার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দিন মিটু, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী, প্রচার সম্পাদক আবু নাসের বাচ্চু পাটোয়ারী,উপ-প্রচার সম্পাদক হাসান ইমাম বাদশা, সম্মানিত সদস্য বীর মুক্তিযুদ্ধা মনির আহমেদ,আ,স,ম, মাহবুব- উল আলম লিপন, অধ্যাপক আব্দুর রশিদ,গাজী মোহাম্মদ মাইনুদ্দিন,হাজী আব্দুল লতিফ, কামরুজ্জামান মিন্টু, হারুনুর রশিদ, কবির আহমেদ, আবু সাঈদ সরকার, সহ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ বৃন্দ।
আলোচনা সভা শেষে হাজীগঞ্জের নবাগত মেয়র আ,স,ম শাহবুব উল আলম লিপনকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
চাঁদপুরনিউজ/এমএমএ/