প্রতিনিধি
শ্বশুর বাড়ির অত্যাচার সহ্য করতে না পেরে এবং স্বামীর সাথে অভিমান করে শিল্পি বেগম (৩৫) নামে এক গৃহবধূ বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছে। ঘটনাটি ঘটেছে গতকাল ১৯ জানুয়ারি রোববার ফরিদগঞ্জ উপজেলার নয়াহাট চর মথুরা গ্রামের বরকন্দাজ বাড়িতে।
গৃহবধূ শিল্পি বেগমের পরিবারের লোকজন জানায়, বেশ কয়েক বছর পূর্বে শিল্পি বেগমের বিয়ে হয় লাল মিয়া বরকন্দাজের পুত্র মোঃ দেলোয়ার হোসেনের সাথে। বিয়ের পর এক সময় তার স্বামী কুয়েতে চলে যান। তিনি বিগত ৫/৬ বছর যাবৎ কুয়েত প্রবাসী। বিয়ের কয়েক বছর যেতেই শিল্পি বেগমের শাশুড়ি, দুই ননদ সাজেদা, হোসনেয়ারা ও তার দেবর সেলিম বরকন্দাজ এবং তার স্ত্রী সুমি গৃহবধূ শিল্পি বেগমকে বিভিন্ন সময় যৌতুক ও স্বামীর আয়-রোজগারের টাকা-পয়সা নিয়ে ঝগড়া-ঝাটি করতো এবং বিভিন্ন সময়ে নানা কটুক্তি করতো। শিল্পি তার দু� ছেলে ও এক মেয়ের দিকে তাকিয়ে সবকিছু সহ্য করে নিতো। আর এ বিষয়গুলো তার প্রবাসী স্বামী দেলোয়ার হোসেনের কাছে মোবাইলে যখন বলতো তখন তার কাছ থেকে তেমন সাড়া শব্দ পেতো না। উল্টো তার স্বামী তাকে তালাক দিবে বলে গালমন্দ করতো। আর এ নিয়ে গতকাল পারিবারিকভাবে তাদের মধ্যে ঝগড়া-ঝাটি হলে তার স্বামীর কাছে বিষয়গুলো জানালে স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। তাই সে স্বামীর বাড়ির লোকজনের অত্যাচার সহ্য করতে না পেরে এবং স্বামী দেলোয়ার হোসেনের সাথে অভিমান করে সবার অজান্তে বিষ পান করে। এতে করে সে যখন হঠাৎ ঘরের মধ্যে অচেতন হয়ে পড়ে যায়, তখন পরিবারের লোকজন তার মুখ থেকে বিষের গন্ধ পেয়ে তাৎক্ষণিক তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দিয়ে পরে চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে এনে ভর্তি করায়। এখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার করা হয়।