চাঁদপুর সদর উপজেলার বহরিয়ায় শ্বশুর বাড়ির অযতœ, অবহেলা ও স্বামীর নির্যাতনের কারণে ৩ মাসের অন্তঃস্বত্তা লিমার মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া যায়। গত ২৯ ডিসেম্বর সকাল ৮টায় গৃহবধূ লিমা (২০)-এর শারীরিক অসুস্থতার জন্য তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করায়। হাসপাতালে আনার পর লিমার জরায়ু থেকে প্রচুর রক্তপাত ও পাতলা পায়খানা হচ্ছিল। কর্তব্যরত চিকিৎসক তাকে চিকিৎসা করাবস্থায় লিমা মৃত্যুর কোলে ঢলে পরে।
হাসপাতাল সূত্র জানায়, লিমার পেটে ৩ মাসের সন্তান রয়েছে। লিমার সাথে আগত নাম প্রকাশে অনিচ্ছুক তার এলাকাবাসী জানায়, লিমার স্বামী বহরিয়ার মোল্লা বাড়ির শাহআলম মোল্লার ছেলে আব্দুল বারেক। সে এর পূর্বে ২টি বিয়ে করেছিলো। সে নদীতে জাল ফেলে মাছ ধরে যে কয় টাকা আয় রোজগার করতো তা দিয়ে স্ত্রীর ও সংসারের খরচ না দিয়ে জুয়া খেলে সে টাকা শেষ করে দিতো। স্ত্রী লিমাকে তার বাপের বাড়ি থেকে টাকা এনে দিতে প্রতিনিয়ত চাপ প্রয়োগ করতো। লিমার বাবা-মা গরিব অসহায় হওয়ায় স্বামীর বাড়িতে লিমার প্রতি কারোই কোনো খেয়াল ছিলোনা। যৌতুকের টাকার জন্য স্বামী আব্দুল বারেক তাকে প্রতিদিনই মারধর করতো। ঘটনার দিন সকালে জুয়া খেলার জন্য টাকা চেয়ে না পেয়ে স্ত্রী লিমার তলপেটে জোরে লাথি মারে। এতে করে লিমা মাটিতে লুটিয়ে পরে সাথে সাথেই লিমার জরায়ু দিয়ে প্রচুর রক্তপাত ও পাতলা পায়খানা হচ্ছিল। তাৎক্ষণিক তার পারিবারিক লোকজন লিমাকে ধরাধরি করে হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আনার কিছুক্ষণের মধ্যেই কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে। স্ত্রীর মৃতের ঘটনায় সাথে সাথেই লিমার স্বামী বারেক ও অন্যান্যরা দ্রুত লিমার মরদেহ নিয়ে এলাকায় নিয়ে যায়। সেখানে ঘটনা ধামাচাপা দেয়ার জন্য দালাল চক্রের মাধ্যমে ২৭ হাজার টাকার বিনিময়ে রফাদফা হয়ে লাশ দাফন হয়। আগামী ১০ জানুয়ারির মধ্যে সে টাকা লিমার পরিবারকে দেয়ার কথা রয়েছে পরিবারসূত্রে জানা যায়।
শিরোনাম:
সোমবার , ৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৫ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।