চাঁদপুর শহরের গুণরাজদী নিউ ট্রাক রোডস্থ মোল্লা বাড়িতে শ্বশুর বাড়ির লোকজনের নির্মম নির্যাতনের শিকার হয়েছেন হাফছা বেগম (৪০) (স্বামী আঃ মান্নান সিকদার) নামে এক গৃহবধূ। দু’ সন্তানের জননী হাফছা বেগমের বাড়ি চাঁদপুর শহরের পুরাণবাজার।
জানা গেছে, সরকারি ৪র্থ শ্রেণীর কর্মচারী আঃ মান্নান সিকদারের সাথে হাফসা বেগমের পারিবারিকভাবে বিয়ে হয় প্রায় ১৭ বছর আগে। অভিযোগ সূত্রে জানা গেছে, বিয়ের পর থেকে শ্বশুর-শাশুড়ি, ভাসুর, ননদ ও দেবর বিভিন্ন অজুহাতে হাফছা বেগমকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছে। গত ৩ জুন বুধবার দুপুরে বাড়ির গ্যাস ব্যবহার করা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে শ্বশুর দেলোয়ার সিকদার, শাশুড়ি ফাতেমা বেগম, ভাসুর জয়নাল সিকদার, ননদ লাইলি বেগম ও দেবর আরিফ হাফছা বেগমকে শারীরিকভাবে লাঞ্ছিত করে বেদম মারধর করে। হাফছা বেগমকে গলায় রশি দিয়ে চেপে ধরে মেরে ফেলার চেষ্টা করে। এ সময় হাফছা বেগমের বড় ছেলে তানভির চিৎকার দিয়ে মাকে হামলাকারীদের হাত থেকে রক্ষা করে। হাফছার স্বামী মান্নান সিকদার এ সময় বাড়িতে ছিলো না। মেয়ের উপর নির্যাতনের খবর শুনে হাফছার বাবা ঘটনাস্থলে গিয়ে মেয়েকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন। এ ঘটনায় থানায় মামলা করবে বলে আহত হাফছার পরিবার জানায়। তারা আরো জানান, হাফসার শ্বশুর দেলোয়ার সিকদার তার বড় ছেলে জয়নাল সিকদারের প্ররোচণায় ছোট ছেলে আরিফ ও মেয়ে লাইলি বেগমসহ অন্যরা ছেলে মান্নান ও পুত্রবধূ হাফছা বেগমকে ওই বাড়ি থেকে বিতাড়িত করার জন্য নানাভাবে ষড়যন্ত্রসহ হাফছাকে মারধর করে আসছে।