শাহরিয়ার খান কৌশিক ॥
চাঁদপুর শহরের হাজী মহসিন রোডে শ্রী শ্রী কালী পূজা উদ্যাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধা ৭টায় কাজী পূজা উদ্যাপন শেষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন চাঁদপুরের পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ। তিনি তার বক্তব্যে বলেন, ধর্মীয় মূলবোধ প্রতিষ্ঠা হলে সমাজও উন্নত হবে। যার যার ধর্ম যার কাছে। ধর্মকে নিয়ে কারো কুটুক্টি করা উচিত নয়। বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভোমত্তো দেশ। সকল ধর্মের মানুষকে নিয়ে সোনার বাংলা গড়ে তুলার স্বপ্ন দেখেছেন শেখ মুজিবুর রহমান। তার সুযোগ্য কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশে ব্যাপক উন্নয়নের কাজ করেছেন। তার উন্নয়নের ধারা অবহ্যত রাখতে চাঁদপুর পৌরসভা জনগনের সকল সেবা নিশ্চিত করতে সব ধরনের কাজ করা হয়েছে। এ সরকার ক্ষমতায় আসার পর সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধ হয়েছে। সকল ধরনের সুযোগ-সুবিদা দেয়া হয়েছে। প্রশাসন কঠোর নিরাপত্তা দেয়ার কারনে সংখ্যালঘুরা আজ তাদের ধর্মীয় কাজ সম্পন্ন করতে পারছে। আলোচনা সভা শেষে হতদরিদ্র সংখ্যালঘু পরিবারের মাঝে কাপড় ও শীতের বস্ত্র বিতরণ করেন প্রধান অতিথি নাছির উদ্দিন আহমেদ। এছাড়া দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষার উন্নয়নের জন্য শিক্ষা সামগ্রী বিতরণ করেন। আলোচনা সভায় পূজা কমিটির সভাপতি ঝন্টু দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৌরভ দাস মানিকের পরিচালনায় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর ফরিদা ইলিয়াস, মাহফুজ বেপারী, শহর ছাত্রলীগের সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক রবিন পাটওয়ারী, আঁখি দাস, শাওন, পলাশ প্রমুখ। শ্রীশ্রী কালী পূজা সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন বিপ্লব দাস।
শিরোনাম:
বুধবার , ৩০ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৭ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।