স্টাফ রিপোর্টার ॥
চাঁদপুরে জেলা প্রশাসনের সাথে জন্মাষ্টমী উদযাপন কল্পে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল। তিনি বলেন, জন্মাষ্টমী কারো ব্যক্তিগত উৎসব নয়। এটি সার্বজনিন উৎসব। এখানে কোন দলাদলি চলবেনা। চাঁদপুরে শান্তিপুর্নভাবে জন্মাষ্টমী উৎসব পালন করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল সহযোগীতা করা হবে। সনাতন সম্প্রদায়ের পূজা পার্বন সহ ধর্মীয় উৎসব পালনের জন্য চাঁদপুরে বিভিন্ন কমিটি থাকতে পারে কিন্তু জন্মাষ্টমী পালনের জন্য অতীতের ন্যায় একটি আহবায়ক কমিটি করে পালন করা হবে। সকল কমিটির নের্তৃবৃন্দ এ আহবায়ক কমিটিকে সহযোগীতা করবেন। জেলা প্রশাসক আরো বলেন সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা
গন জন্মাষ্টমী উদযাপনে সার্বিক সহযোগীতা করবেন।
এ বছর জন্মাষ্টমী উদযাপন কল্পে সভায় সিদ্ধান্ত নেওয়া হয় দুপুর ২ টা থেকে জনাষ্টমী র্যালী বের হবে এবং বিকাল সোয়া ৪ টায় অবশ্যই র্যালী শেষ করতে হবে। পুরাণবাজার হরিসভা মন্দির প্রাঙ্গন থেকে শান্তিপ্রিয়ভাবে জন্মাষ্টমী র্যালী বের হয়ে নতুন বাজার গোপাল জিউর আখড়া মন্দিরে গিয়ে শেষ হবে। রাত ৮ টা ৩০ মিনিট থেকে জনাষ্টমী বিষয়ক ভগবাণ শ্রী-কৃষ্ণের আলোচনা শুরু হবে। স্ব স্ব মন্দিরে আলোচনা করা যেতে পারবে। উপস্থিত অধিকাংশ ভক্তবৃন্দের দাবি ছিলো পুরাণ বাজার হরিসভা মন্দিরেই জনাষ্টমী বিষয়ক প্রধান আলোচ্য মঞ্চ হবে। সভায় সিদ্ধান্ত নেওয়া হয় এখন থেকে প্রতি বছর নের্তৃত্ব পরিবর্তনের জন্য উদযাপনের আহবায়ক ও সদস্য সচিব পরিবর্তন করা হবে। কোন নেতা আহবায়ক ও সদস্য সচিব পদেএক বছরের বেশি থাকতে পারবেনা। এ বছর আহবায়ক হিসেবে জীবন কানাই চক্রবর্র্তী ও সদস্য সচিব অ্যাড. বিনয় ভূষন মজুমদারের নাম ঘোষনা করা হয়। এছাড়াও জন্মাষ্টমী উদযাপন পরিষদের জেলা কমিটির সভাপতি গোপাল সাহা, জন্মাষ্টমী উদযাপন পরিষদের জেলা কমিটির উপদেষ্টা তমাল ঘোষ ,নরেন্দ্র নারায়ন চক্রবতী ও সহ সভাপতি চন্দ্রনাথ ঘোষ চন্দনকে অন্তর্ভুক্ত করে সাব কমিটি করা হয়। আগামী ৩ দিনের মধ্যে এ কমিটির নের্তৃবৃন্দ তাদের কাজের সুবিধার্থে অন্যান্য সাব কমিটির কাজ শুরু করবেন। সাব কমিটির দক্ষদের নিয়ে সদস্য বৃদ্ধি করতে করতে পারবেন বলেও জানানো হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) মোহাম্মদ শাহাদাত হোসেনের পরিচালনায় উপস্থিত ছিলেন, চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাবেক সভাপতি আলহাজ্ব জাহাঙ্গির আখন্দ সেলিম ,চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বি এম হান্নান, সাধারন সম্পাদক সোহেল রুশদী, চাঁদপুর মেম্বারের সহ সভাপতি তমাল ঘোষ, চাঁদপুর মডেল থানার ওসি তদন্ত মোঃ মহিউদ্দিন মিয়া, চাঁদপুর ডিবির ওসি আবুল কালাম, হরিবোলা সমিতির আহবায়ক অজয় ভৌমিক, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাবেক আহবায়ক রনজিত বণিক, জন্মাষ্টমী উদযাপন পরিষদের জেলা কমিটির সভাপতি গোপাল সাহা, সিনিয়র সহ সভাপতি রঞ্জিত রায়, সহ সভাপতি চন্দ্রনাথ ঘোষ চন্দন, বিমল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক লক্ষন সাহা,সহ সাংগঠনিক সম্পাদক উৎফল দে, কচুয়া উপজেলার সাধারন সম্পাদক বিকাশ চন্দ্র সাহা, পুরান বাজার হরিসভা মন্দির কমিটির পক্ষে কার্তিক সরকার, ফরিগঞ্জ উপজেলার পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক লিটন দাস, পূজা উদযাপন পরিষদের তপন মজুমদার,অ্যাড. দীপক দেবনাথ, জুয়েল কুমার দত্ত (নন্দু), গৌতম ঘোষ, নির্মল রায়, হাইমচর উপজেলার অজয় রায় প্রমুখ।