মতলব উত্তর প্রতিনিধি ==
মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়নের উত্তর ষাটনল গ্রামের সিঙ্গাপুর প্রাবাসী মোতালেব প্রধানের বাড়িতে স্ত্রীর পরকীয়ার জের ধরে বসত ঘরে হামলা চালিয়ে আসবাবপত্র ভাংচুর করে স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। বৃহস্পতিবার সন্ধ্যায় মোতালেব প্রধানের স্ত্রী সোনিয়া আক্তারের পরকীয়া প্রেমিক, ভাই ও স্বজনরা এ ঘটনা ঘটায়। হামলায় প্রায় ১০লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়। এ বিষয়ে মোতালেব প্রধানের মা রোকেয়া বেগম বাদি হয়ে এজাহার নামীয় ৯জন, আরো ৪জনের বিরুদ্ধে মতলব উত্তর থানায় অভিযোগ দায়ের করেন। উত্তর ষাটনল গ্রামের মৃত. আবদুর রশিদ প্রধানের ছেলে সিঙ্গাপুর প্রবাসী মোতালেব প্রধানের সাথে বড় ষাটনল গ্রামের মোবারক তাঁতীর মেয়ে সোনিয়া আক্তারের ৩মাস পূর্বে বিয়ে হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, সোনিয়া আক্তার বিয়ের পূর্ব থেকে মানিকের সাথে প্রেম চলছিলো। সোনিয়ার বাবা ও চাচা এ তথ্য গোপন করে মোতালেবের সাথে বিয়ে দেয়। বিয়ের পর থেকে সোনিয়া বাবার বাড়ি থাকতে ইচ্ছা পোষন করাসহ স্বামী মোতালেবকে অবজ্ঞা করতে থাকে। সোনিয়া শ্বশুরবাড়ি আসলে চাচাতো ভাই মানিক প্রায়ই আসা-যাওয়া করতো। এতে তাদের সন্দেহ হয়। গত শনিবার মোতালেব সিঙ্গাপুর যাওয়ার তারিখ চূড়ান্ত হলে স্বামীর অবর্তমানে সোনিয়া বাবার বাড়ি থাকার ইচ্ছাপোষন করে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এ কথা জানতে পেরে পরকীয়া প্রেমিক চাচাতো ভাই মানিকসহ কয়েকজন মোতালেব প্রধানের বাড়িতে হামলা করে আসবাবপত্র ভাংচুর করে স্বর্ণালঙ্কার লুট ও নগদ অর্থসহ প্রায় ১০লক্ষাধিক টাকার ক্ষতি করে। যাওয়ার সময় সোনিয়াকে তারা নিয়ে যায়।
হামলার কথা শুনে তাৎক্ষণিক মতলব উত্তর থানার এসআই আবু হানিফ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
শিরোনাম:
বৃহস্পতিবার , ৩০ নভেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ , ১৬ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।