স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের ষোলঘর এলাকায় ঔষধ ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলায় ঘটনা ঘটে। এসময় সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র দিয়ে তার মাথা ও শরীরে মারাত্মক জখম করে এবং তার সাথে থাকা নগদ পঞ্চাশ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। ঘটনাসুত্রে জানা যায়, ওয়্যারলেছ গাজী বাড়ির বীর মুক্তিযোদ্ধা শামছুল হক গাজীর ছেলে ওয়্যারলেছ বাজারের শেফা ফার্মেসীর মালিক মোঃ সফিকুল ইসলাম (৩০) ঘটনার দিন ব্যক্তিগত কাজে ডিসি অফিসে যায়। কাজ শেষে মোটর সাইকেলযোগে ওয়ারল্যাছ বাজার যাওয়ার পথে বেলা ১টায় ষোলঘর বিটি রোডের মাথায় চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে বিটি রোডস্থ পাকা মসজিদ এলাকার দেলোয়ার গাজীর ছেলে নাঈম (২০), মিজান গাজীর ছেলে কাকন (২২), খোকন গাজীর ছেলে আকাশ গাজী (২২) হালিম বেপারীর ছেলে রাকিব (২১)সহ তাদের সাথে থাকা আগে ৬/৭জন সন্ত্রাসী ব্যবসায়ী সফিকুল ইসলামের মোটর সাইকেল থামিয়ে তার উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে তার মাথায় মারাত্মক জখম হয়। এছাড়াও তার শরীরের বিভিন্ন অংশে জখম করে। এ সময় তার সাথে থাকা ঔষধ কেনার নগদ পঞ্চাশ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় এবং মোটর সাইকের ভাংচুর করে। ব্যবসায়ী সফিকুল ইসলাম বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত শফিকুল ইসলাম জানায়, গত মঙ্গলবার ওয়্যারলেছ বাজার এলাকায় তছলিম নামের এক যুবকের সাথে উপরে উল্লেখিত যুবকদের সাথে ছোট ভাই বড় ভাই নিয়ে ঝগড়া হয়। এবং তারা তছলিমকে ব্যাপক মারধর করে। তাদের এ মারামারির বিষয়টি আমিসহ উভয় পক্ষের স্থানীয় মুরুব্বিরা গতকাল বুধবার সন্ধ্যায় বসে মিমাংসা করে দেয়ার কথা ছিলো। কিন্তু উল্লেখিত সন্ত্রাসীরা মিমাংসায় বসার আগেই আমার উপর অতর্কিত এ হামলা চালায়। এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে বলে তার পরিবার জানায়।
শিরোনাম:
শুক্রবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।