ফরিদগঞ্জ থানা পুলিশ বৃহষ্পতিবার বিকেলে পৌর এলাকার পূর্ব বড়ালি এলাকা থেকে ময়মনসিংহের বুড়কিবাদ গ্রামের সুমী আক্তার (২৫), নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার হৃদয় হাসান (২৮), নবী হোসেন (২৪), চাঁদপুরের ফরিদগঞ্জের দুলাল হোসেন (৩২) এবং নাসির হোসেন (২৩) আটক করেছে। স্থানীয় লোকজন ও পুলিশের ধারণা, বিয়ে নিয়ে এ ঘটনার সূত্রপাত হলেও অন্যকোন রহস্য থাকতে পারে। এরা সংঘবদ্ধ প্রতারক চত্রের সদস্য হতে পারে।
জানা গেছে, ময়মনসিংহের বুড়কিবাদ গ্রামের হামিদ আলীর মেয়ে সুমী আক্তারের সাথে একই গার্মেন্টেস্ েকাজ করার সুবাধে ফরিদগঞ্জের পূর্ব বড়ালি গ্রামের আবুল কালামের ছেলে নাসির হোসেনের সাথে পরিচয় থেকে প্রেমে রূপান্তর হয় সর্ম্পক। এরই জের ধরে কয়েকদিন পূর্বে সুমী নাসিরের হাত ধরে পালিয়ে ফরিদগঞ্জে এসে বিয়ে পিঁড়িতে বসে। কিন্তু নাসিরের পরিবারের লোকজন সুমীকে তার পরিবারের সদস্যদের নিয়ে আসার পর বাকী আনুষ্ঠানিকতা সারবে বলে জানায়।
সেই সূত্র ধরে হৃদয় হাসান, নবী হোসেন এবং দুলাল হোসেন নাসিরদের বাড়িতে সুমীর অভিভাবক সেজে বুধবার বিকেলে নাসিরদের বাড়িতে আসে। এসময় সুমী হৃদয় হাসানকে খালাতো ভাই, নবী হোসেনকে আপন সহোদর এবং দুলালকে চাচাতো ভাই হিসেবে সকলের সাথে পরিচয় করিয়ে দেয়। পরবর্তীতে নবী হোসেনের সাথে ওই বাড়ির লোকজন কথা বলার সময় সে জানায়, সুমী আক্তার ঢাকার খিলগাওয়ে এমেক্স গার্মেন্টেস্ েচাকুরি সূত্রে তার সহকর্মী। এ তথ্য জানার পর পরবর্তীতে অন্য সকলের প্রতি সন্দেহ হয় নাসিরের পরিবারের লোকজনের। পরে তারা জিজ্ঞাসাবাদ করলে হৃদয় হাসান সুমীকে তার স্ত্রী, দুলাল তার পরিচিত হিসেবে স্বীকার করে। তারা সন্দেহ করে সুমীসহ লোকজন একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য । ফলে তারা গতকাল বৃহষ্পতিবার বিকালে ফরিদগঞ্জ থানা পুলিশকে সংবাদ দিলে পুলিশ নাসিরসহ ৫জনকে আটক করে থানায় নিয়ে আসে।
জানা গেছে, এরা নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মকিমপুর গ্রামের অহিদুর রহমানের ছেলে হৃদয় হাসান (২৮), পড়মসদি গ্রামের আঃ সালামের ছেলে নবী হোসেন (২৪) ও ফরিদগঞ্জের গজারিয়া গ্রামের মৃত হারিছ বক্সের ছেলে দুলাল হোসেন (৩২)।
থানা পুলিশ জানায়, আটককৃত সুমীর সাথে ইতিপূর্বে ময়মনসিংহ জেলার আন্দারপাড় গ্রামের মোকসেদ আলীর ছেলে মনির হোসেনের সাথে ৪/৫ বছর পূর্বে বিয়ে হয়। সেই সংসারে তাদের একটি কন্যা সন্তান রয়েছে। ওই স্বামী তাকে তালাক দেয়ার পর সুমী ঢাকায় গার্মেন্টেস্ েচাকুরি করা অবস্থায় হৃদয় হাসানের সাথে পরিচয় সূত্র ধরে ১ বছর পূর্বে পূণরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। ওই স্বামীর সাথে সম্পর্ক থাকাবস্থায় সুমীর নাসিরের সাথে প্রেমে জড়িয়ে পড়ে এবং পালিয়ে আসে।
শিরোনাম:
শনিবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৩ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।