শরীফুল ইসলাম
সকলের সহযোগীয় হাইমচর নির্বাচন সুষ্ঠভাবে সম্পূর্ণ হবে
………………….নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মো. জাবেদ আলী
আমরা সর্বাত্মক চেষ্টায় হাইমচর নির্বাচন করতে প্রস্তুত
……………………………………জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন
ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম-২০১৪ পর্যালোচনা এবং আসন্ন হাইমচর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার বিকেলে আয়োজিত মত বিনিময় সভায় জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেনের সভাপত্তিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মাননীন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মো. জাবেদ আলী। তিনি বলেন, এখনো অনেক কার্ড পড়ে রয়েছে বাড়ি বড়ি গিয়ে ভোটার আইডি কার্ড বিলাতে হবে, বসে থাকার কোন সুযোগ নেই। কার্ডে ভুল ট্রুটি হলে কিভাবে সংশোধন করা যায় তার ব্যাবস্থা আমরা করবো। বর্তমানে আইডি কার্ড হারিয়ে গেলে বিনা খরচে তৈরী করে দেওয়া হচ্ছে। এবং পরবর্তীতে কোন প্রকার খরচ লাগবেকিনা তা বলতে পারছিনা। ভোটার হালনাগাদ সম্পর্কে আমরা ঘরে ঘরে গিয়ে জানিয়ে দেওয়া এটা আমাদের দায়িত্ত। আর যদি কেউ বাদ পড়ে যায় তাহলে এটা আমাদের ব্যর্থতা। যারা এই সম্পর্কে অবগত রাখেন তারা অপরকে জানিয়ে দেওয়া আপনার কর্তব্য। চাঁদপুর পৌর সভার নির্বাচন প্রসঙ্গে বলেন, পৌর নির্বাচন নিয়ে এখনো কোন সিদ্ধান্ত নেওয় হয়নি। পরে নির্বাচন কমিশন কর্মকত্তাগন বসে আলোচনার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আর হাইমচর নির্বাচন খুব শিগ্রই হবে, ৫ম সমাপনি পরিক্ষার পরপরই নির্বাচনের প্রস্তুতি গ্রহন করা হবে। হাইমচর নির্বাচন আপনাদের সকলের সহযোগীতার মাধ্যমে সুষ্ঠভাবে সম্পূর্ণ হবে আমার প্রত্যাশা। এই উপজেলায় আপামর জনগনের উপস্থিতি ও অংশগ্রহনের মাধ্যমে আমরা একটি সুন্দর সুষ্ঠ নির্বাচন উপহার দিব। আর সকলের কাছে এটা প্রতিভাজন হিসেবে পরিনত হবে। হাইমচর বাসিন্দা বা ভোটার দেরিতে হলেও সুষ্ঠ নির্বাচন পাবে এবং তারা আমাদের সব ধরনের সহযোগীতা করবে আমি আশা করি। নির্বাচনী প্রসঙ্গে জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন বলেন, আমরা সর্বত্মক চেষ্টায় হাইমচর নির্বাচন করতে প্রস্তুত। তার জন্যে সকলের সহযোগীতা আমাদের অত্যান্ত জরুরী। আর আগামী ২ জানুয়ারীর মধ্যে নির্বাচনী খসরা প্রকাশ করা হবে এবং ১৫ জানুয়ারীর মধ্যে তা আবেদন করতে হবে। মত বিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুরুল্লাহ নুরী, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, আঞ্চলিক নির্বাচন কর্মকত্তা বিভোর কুমার বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার দুলাল চন্দ্র শুত্রধর, জেলা তথ্য অফিসার আরিফ সাদেক, কোষ্টগার্ড কমান্ডার মো. হাবিব হোসাইন, পৌর সভার প্যানেল মেয়র সিদ্দিকুর রহমান ঢালী, প্রেসক্লাব সভাপতি গোলাম কিবরিয়া জীবনসহ অনান্য প্রশাসনিক, রাজনৈতিক, সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।