আশিক বিন রহিম
চাঁদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে ২১ আগস্টে নিহত আওয়ামী লীগ নেতা-কর্মীদের স্মরণে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া ও আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ড. শামছুল হক ভূঁইয়া এমপি বলেন, ১৫ আগস্ট ও ২১ আগস্ট একই সূত্রে গাঁথা। ১৫ আগস্টের সেই ন্যাক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি ঘটানোর জন্যেই ২১ আগস্টে গ্রেনেড হমলা করা হয়েছে। সেদিনের ঘটনার সাথে আওয়ামী নামধারী কিছু কাদিয়ানি জড়িত রয়েছে বলে আমি মনে করি। কারণ আওয়ামী লীগ নামধারী মোনাফেকরা সহযোগিতা না করলে সেদিন এতো বড় ঘটনা কিছুতেই ঘটানো যেতো না। এইসব হাইব্রিড নেতাদের কারণে আজও আওয়ামী লীগের সফলতাগুলো মানুষের চোখে পড়ছে না। আমি নিজেও সেদিনের ঘটনার একজন প্রত্যক্ষদর্শী। সেদিন আমি দেখেছি মানুষের আর্তনাদ, বাঁচার জন্য মানুষের সে কি যুদ্ধ। আল্লাহর অশেষ মেহেরবাণীতে সেদিন বঙ্গবন্ধু কন্যা বেঁচে গেলেও অনেক নেতা-কর্মীর করুণ মৃত্যু হয়েছে। অনেকেই আজও সেই ক্ষত নিয়ে বেঁচে আছে। আমি সেদিনের সকল শহীদদের রুহের আত্মার মাগফেরাত কামনা করছি। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা সকল ভয় ও রক্তচক্ষুকে পাশ কাটিয়ে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে লড়াই করে যাবেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলালের সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্রজ বল্লভ দাসের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাড. বিনয় ভূষণ মজুমদার, সহ-প্রচার সম্পাদক হাসান ইমাম বাদশা, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামসুল আলম মন্টু দেওয়ান, জেলা শ্রমিকলীগের সাবেক সভাপতি শাহ্আলম মিয়া, প্যানেল মেয়র সিদ্দিকুর রহমান ঢালী, বঙ্গবন্ধু সমাজকল্যাণ পরিষদের সভাপতি আবু সায়েম, সাধারণ সম্পাদক ইফতেখায়রুল আলম মাসুম, মহিলা কাউন্সিলর ফরিদা ইলিয়াস, আয়েশা রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সায়েদুর রহমান অপু, জেলা তরুণ লীগের সভাপতি শেখ শরীফ, সাধারণ সম্পাদক কিশোর সিংহ রায়, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সাধারণ সম্পাদক সঞ্জয় চন্দ্র শীল প্রমুখ। আলোচনা সভা শেষে নিহতদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়।
শিরোনাম:
শুক্রবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।