মনিরুজ্জামান বাবলু
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা হযরত মোহাম্মদ (সঃ) এর স্ত্রী বিবি খাদিজা (রঃ) নামে ফেইসবুক কটুক্তি করায় সজীব মজুমদার (১৮) এর ফাঁসির দাবিতে হাজারও মুসল্লীর সমবেত হয়ে প্রতিবাদ সভা করেছে। সমাবেশ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সর্বোচ্চ নিরাপত্তার দায়িত্ব পালন করেন।
বুধবার বিকেলে উপজেলার রামপুর উচ্চ বিদ্যালয় মাঠে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান আবু নছর পাটওয়ারী মিন্টু।
গত বৃহস্পতিবার রাতে সজীবকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে হাজীগঞ্জ থানা পুলিশ। এ ব্যাপারে হাজীগঞ্জ থানার এসআই মান্নান বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
সম্মিলিত তৌহিদী জনতার উদ্যোগে আয়োজিত প্রতিবাদ প্রায় অর্ধশত আলেম ওলামা ও স্থানীয় মুসল্লীরা বক্তব্য রাখেন। এদরে মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি শহীদুল্লা মজুমদার, সভাপতি শাহজালাল মজুমদার, ঐতিহাসিক হাজীগঞ্জ বড় মসজিদের সাবেক খতিব রফিকুল ইসলাম, নওহাটা ফাজিল মাদ্রাসার সাবেক ভাইস প্রিন্সিপাল মাওলানা আঃ সুবাহান, কাপাইকাপ সিনিয়র মাদ্রসার অধ্যক্ষ মাওলানা সুলাইমান, রামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মোতাহের হোসেন, হাফেজ জহিরুল হক, মাওলানা আবুল বাসার।
এলাকাবসীর সূত্রে জানা গেছে, সম্প্রতি এসএসসি পাশ করে হাজীগঞ্জ মডেল কলেজে ভর্তি হয়েছে। সজিব মজুমদারের বয়স ১৮ বছর। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে বাজে কটুক্তি করলে বন্ধুদের নজরে পড়ে। সজীবের বাবা রামপুর মজুমদার বাড়ির ওমান প্রবাসী শরীফ মজুমদার।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মান্নান বলেন, সজীব ফেইসবুকে হযরত মুহাম্মদ (স:) এর স্ত্রী বিবি খাদিজা (র:) নামে অশ্লিল ও কুরুচিপুর্ণ উক্তি করে পোস্ট করে। তার পেইজ বুকের বন্ধুরা তা দেখে ক্ষোভের প্রকাশ করে। বৃহস্পতিবার রাতে বিষয়টি হাজীগঞ্জ থানা পুলিশকে অবহিত করা হয়। পরে এস আই আবদুল মান্নান ও সঙ্গীয় ফোর্স নিয়ে সজীবকে বাড়ী থেকে আটক করে। আটক সজীব মজুমদারকে ৫৪ ধারায় আটক দেখিয়ে চাঁদপুর প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের আদালতে হাজরি করা হবে। শঘ্রীই তাকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানানো হবে।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহআলম জানান, সজীবকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে। প্রতিবাদে সমাবেশে আইনশৃঙ্খলা রক্ষার্থে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
শিরোনাম:
সোমবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৮ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।