স্টাফ রিপোর্টার:
চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পুনরায় পেলেন দেওয়ান মোঃ সফিকুজ্জামান। তাঁর সাথে সাধারণ সম্পাদক হয়েছেন অ্যাডঃ শামছুল ইসলাম মন্টু। আর পৌর বিএনপির সভাপতি হয়েছেন আক্তার হোসেন মাঝি ও সাধারণ সম্পাদক হয়েছেন অ্যাডঃ হারুনুর রশিদ। গতকাল সোমবার রাতে জেলা বিএনপির আহ্বায়কের বাসভবন মুনিরা ভবনে সদর উপজেলা ও পৌর বিএনপির এ কমিটি ঘোষণা করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শামছুজ্জামান দুদু।
গতকাল সোমবার দুপুরে চাঁদপুর সদর ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন চাঁদপুর পৌর পার্কে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন। আর প্রধান বক্তা ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শামছুজ্জামান দুদু। সন্ধ্যার সাথে সাথে সম্মেলনের প্রথম অধিবেশন শেষ হওয়ার পর দ্বিতীয় অধিবেশন মুনিরা ভবনের হল রুমে অনুষ্ঠিত হয়। এখানে রাত আনুমানিক সাড়ে ১০টায় জেলা নেতৃবৃন্দ, সদর ও পৌর নেতৃবৃন্দ, সকল ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতা-কর্মীর উপস্থিতিতে কমিটি ঘোষণা করেন শামছুজ্জামান দুদু। কমিটি ঘোষণার আগে তিনি প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডের নেতা-কর্মীদের মতামত নিয়ে এ কমিটি ঘোষণা দেন। সেখানে জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিকসহ জেলার প্রায় সকল নেতা উপস্থিত ছিলেন। শামছুজ্জামান দুদু কমিটি ঘোষণার সাথে সাথে মুহুর্মুহু করতালিতে সদর ও পৌর বিএনপির নূতন নেতৃত্বকে অভিনন্দন জানান নেতা-কর্মীরা।
নতুন এ কমিটিকে আগামী ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন শামছুজ্জামান দুদু।