স্টাফ রির্পোটারঃচাঁদপুর সদর উপজেলা টাস্কফোর্সের অভিযানে জাল নৌকা জব্দ করা হয়েছে।২৫ অক্টোবর বিকেলে সদর উপজেলার ইব্রাহীমপুর চরথেকে একটি নৌকাসহ প্রায় ১ হাজার মিটার জাব্দ করা হয়। পরে জব্দকৃত নৌকাটি নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজনীন সুলতানার নির্দেশে ডুবিয়ে দেওয়া হয়।নৌ পুলিশের সহযোগিতায় টাস্কফোর্সের এই অভিযান চরমুকন্দী,সাখুয়া,বহরিয়া ও হরিনা এলাকায় পরিচালিত হয়।প্রসাষনের এই টহল চলাকলীন মেঘনা নদীর ঐ এলাকা অনেকটাই জেলে মেলে।অভিযানে উপস্থিত ছিলেন মৎস কর্মকর্তা ফিরোজ আহমেদ মৃধা।
এদিকে হরিনাঘাট নৌ পুলিশ ফাঁড়ির এসআই গিয়াস উদ্দিন জানান,বুধবার পূর্ণিমা রাতে অভিযান চালিয়ে ৫ হাজার মিটার কারেন্ট ও ছান্দিজাল উদ্ধার করেছে।
ছবি ক্যাপশনঃ নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজনীন সুলতানার নেতৃত্বে মা ইলিশ ররক্ষায় সদর উপজেলা টাস্কফোর্সের অভিযান।
শিরোনাম:
রবিবার , ৯ নভেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৫ কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
