গত ১৪ই ফেব্রুয়ারী ২০২০ সনাতন চাঁদপুর ইউনিটের উদ্যোগে চাঁদপুর জেলার শাহরাস্তি থানার শ্রী শ্রী মেহার কালীবাড়ি মাতৃপ্রাঙ্গনে শিক্ষাবৃত্তি, বস্ত্র বিতরণ ও স্বাবলম্বন কর্মসূচি আলোকে মঙ্গল প্রদীপ প্রজ্জলনের মধ্যে দিয়ে মহাসম্মেলন ২০২০ অনুষ্ঠিত হয়েছে। এই সম্মেলনে “সনাতন চাঁদপুর” ইউনিট ২০ জন মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি, ২০ জন দরিদ্র মহিলাকে বস্ত্র প্রদান সহ ২ জন দরিদ্র ব্যক্তিকে অর্থ উপার্জনের উৎস করে দিয়েছেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনঃ- শ্রীযুক্ত বাবু এডঃ রাণা দাসগুপ্ত। সাধারণ সম্পাদক, বাংলাদেশ হিন্দু,বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদ। প্রধান বক্তা ছিলেন – শ্রীযুক্ত বাবু শ্যামল দত্ত। সম্পাদক, দৈনিক ভোরের কাগজ। বিশেষ অতিথিবৃন্দঃ- শ্রীযুক্ত বাবু বিনয়ভূষন মজুমদার। সভাপতি,চাঁদপুর জেলা হিন্দু,বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদ। শ্রীযুক্ত বাবু এডঃ রণজিৎ রায় চৌধুরী। সাঃ সম্পাদক, চাঁদপুর জেলা হিন্দু,বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদ। শ্রীযুক্ত বাবু অশোক চক্রবর্তী। প্রতিষ্ঠাতা, সনাতন বাংলাদেশ। শ্রীযুক্ত বাবু বাপ্পাদিত্য বসু। সমন্বয়ক, ইয়ুথ ফর ডেমোক্রেসি এন্ড ডেভেলপমেন্ট। শ্রীযুক্ত বাবু ডাঃ দুলাল চন্দ্র ঘোষ। উপদেষ্টা সনাতন চাঁদপুর ইউনিট। শ্রীযুক্ত বাবু দুলাল চন্দ্র দেবনাথ। সভাপতি, শ্রী শ্রী মেহার কালীবাড়ি। শ্রীযুক্ত বাবু অমৃত মজুমদার (টুটন) সাঃ সম্পাদক, শাহরস্তি উপজেলা পূজা উদযাপন পরিষদ। শ্রীযুক্ত বাবু কমল চক্রবর্তী। সাঃ সম্পাদক, শাহরাস্তি উপজেলা হিন্দু,বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদ। শ্রীযুক্ত বাবু হারাধন দে। উপদেষ্টা, সনাতন চাঁদপুর ইউনিট। শ্রীযুক্ত বাবু কৃষ্ণকান্ত পাল। উপদেষ্টা,সনাতন চাঁদপুর ইউনিট। শ্রীযুক্ত বাবু অমল পাল (লিটন) উপদেষ্টা, সনাতন চাঁদপুর ইউনিট। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেনঃ- শ্রীযুক্ত বাবু নিখিল চন্দ্র মজুমদার। সভাপতি,শাহরাস্তি উপজেলা পূজা উদযাপন পরিষদ ও উপদেষ্টা, সনাতন চাঁদপুর ইউনিট। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সনাতন সম্মেলনের আহবায়ক ইঞ্জিঃ সোহাগ মজুমদার, সংগঠক চাঁদপুর সনাতন। এবং সঞ্চালনা করেন আনন্দ প্রসাদ সাহা ও তৃষ্ণা পাল। এ ছাড়াও উপস্থিত ছিলেন, সনাতন সংগঠনের কেন্দ্রীয় ইউনিট (চট্টগ্রাম), ভুজপুর ইউনিট, ঢাকা ইউনিট, সিলেট ইউনিট, খুলনা ইউনিট ও চাঁদপুর সনাতন এর নেতৃবৃন্দ। উক্ত অনুষ্ঠানে দেশ ও জাতির জন্য মঙ্গল কামনা করা হয়
শিরোনাম:
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- শাহরাস্তি
- /
- সনাতন চাঁদপুর ইউনিটের উদ্যোগে চাঁদপুর জেলার শাহরাস্তি থানার শ্রী শ্রী মেহার কালীবাড়ি মাতৃপ্রাঙ্গনে শিক্ষাবৃত্তি, বস্ত্র বিতরণ ও স্বাবলম্বন কর্মসূচি
আরও সংবাদ
বন্যা দুর্গতদের মাঝে জেলা প্রশাসকের খাদ্য সামগ্রী বিতরণ
শাহরাস্তি (চাঁদপুর): চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতি পরিদর্শন করেছেন... বিস্তারিত
শাহরাস্তিতে জোবেদা মতিন বালিকা স্কুল এন্ড কলেজ উদ্বোধন
চাঁদপুর প্রতিনিধি : নারী শিক্ষাকে এগিয়ে নিতে চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় এই প্রথম ইংরেজি... বিস্তারিত
ডিজিটাল বাংলাদেশ বির্নিমানের প্রধান প্রকৌশলী বঙ্গবন্ধু কন্যা মাননীয়…
নিজস্ব প্রতিনিধি: চাঁদপুর শাহরাস্তি উপজেলায় শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদের আয়োজনে উঘারিয়া... বিস্তারিত
হাজীগঞ্জ শাহরাস্তি,তে ইঞ্জি. মোহাম্মদ হোসাইন বিভিন্ন সামাজিক কার্যক্রমে…
সোমবার ৩১ জুলাই দাপ্তরিক কাজ শেষে অনির্ধারিত কর্মসূচিতে শাহরাস্তি এবং হাজীগঞ্জ দুই উপজেলা... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।