নিজস্ব সংবাদদাতাঃ আগামী ১৪ই ফেব্রুয়ারী ২০২০ তারিখ সনাতন চাঁদপুর ইউনিটের উদ্যোগে শিক্ষাবৃত্তি, বস্ত্র বিতরণ ও স্বাবলম্বন কর্মসূচি আলোকে সম্মেলন ২০২০ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করিবেনঃ- শ্রীযুক্ত বাবু নিখিল চন্দ্র মজুমদার। সভাপতি,শাহরাস্তি উপজেলা পূজা উদযাপন পরিষদ ও উপদেষ্টা সনাতন চাঁদপুর ইউনিট। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেনঃ- শ্রীযুক্ত বাবু এডঃ রাণা দাসগুপ্ত। সাধারণ সম্পাদক, বাংলাদেশ হিন্দু,বৌদ্ধ,খ্রিস্টান ঐক্য পরিষদ। প্রধান বক্তা – শ্রীযুক্ত বাবু শ্যামল দত্ত। সম্পাদক, ভোরের কাগজ। বিশেষ অতিথিবৃন্দঃ- শ্রীযুক্ত বাবু বিনয়ভূষন মজুমদার। সভাপতি,চাঁদপুর জেলা হিন্দু,বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ। শ্রীযুক্ত বাবু এডঃ রণজিৎ রায় চৌধুরী। সাঃ সম্পাদক, চাঁদপুর জেলা হিন্দু,বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ। শ্রীযুক্ত বাবু তমাল চন্দ্র ঘোষ। সাঃ সম্পাদক, চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদ। শ্রীযুক্ত বাবু অশোক চক্রবর্তী। প্রতিষ্ঠাতা,সনাতন বাংলাদেশ। শ্রীযুক্ত বাবু বাপ্পাদিত্য বসু। সমন্বয়ক,সাঃ সম্পাদক, ইয়ুথ ফর ডেমোক্রেসি এন্ড ডেভেলপমেন্ট। শ্রীযুক্ত বাবু ডাঃ দুলাল চন্দ্র ঘোষ। উপদেষ্টা সনাতন চাঁদপুর ইউনিট। শ্রীযুক্ত বাবু দুলাল চন্দ্র দেবনাথ। সভাপতি, শ্রী শ্রী মেহার কালীবাড়ি। শ্রীযুক্ত বাবু অমৃত মজুমদার (টুটন) সাঃসম্পাদক, শাহরস্তি উপজেলা পূজা উদযাপন পরিষদ। শ্রীযুক্ত বাবু কমল চক্রবর্তী। সাঃ সম্পাদক, শাহরাস্তি উপজেলা হিন্দু,বৌদ্ধ ঐক্য পরিষদ। শ্রীযুক্ত বাবু নন্দ দুলাল সাহা। উপদেষ্টা, সনাতন চাঁদপুর। শ্রীযুক্ত বাবু হারাধন দে। উপদেষ্টা,চাঁদপুর ইউনিট। শ্রীযুক্ত বাবু কৃষ্ণকান্ত পাল। উপদেষ্টা,চাঁদপুর ইউনিট। শ্রীযুক্ত বাবু অমল পাল (লিটন) উপদেষ্টা, সনাতন চাঁদপুর। স্থান- শ্রী শ্রী মেহার কালীবাড়ি মাতৃপ্রাঙ্গন, শাহরাস্তি, চাঁদপুর। সময় সকাল ৯ঃ০০ ঘটিকা হইতে বিকাল ৫ঃ০০ ঘটিকা পর্যন্ত। উক্ত অনুষ্ঠানে সবাইকে নিমন্ত্রন জানিয়েছেন সংগঠনের আহবায়ক, ইঞ্জিঃ সোহাগ মজুমদার।