মতলব প্রতিনিধি :মায়ের মতো আপন যে এ পৃথিবীতে নেই। তারই প্রমাণ মিল নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার চর কিশোরগঞ্জের মেঘনায় লঞ্চডুবিতে। গ্রামের বাড়ি মতলব উত্তর উপজেলার রায়েরকান্দি গ্রামে। ১৪ বছরের ওমর ফার“ক। মা নাজমা বেগমকে সাথে নিয়ে নারায়ণগঞ্জ থেকে এমএল সারস লঞ্চে বাড়ি ফিরছিল। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার চর কিশোরগঞ্জের ফিরোজা ফারজানা নামে একটি বালুবাহী বলগেট পেছন থেকে সজোরে ধাক্কা দিলে এমভি সারস নামে লঞ্চটি ডুবে যাওয়ার পূর্ব মূহুর্তে মা নাজমা বেগম ছেলের হাতে কাপড়ের একটি ব্যাগ তুলে দিয়ে ছেলেকে ধাক্কা দিয়ে লঞ্চ থেকে বের করে দেয়। কাপড়ের ব্যাগটি অবলম্বন করে বেঁচে আসা ওমর ফারুক মা নিজে জীবন দিয়ে সন্তানকে বাঁচানোর কাহিনীটাই বর্ননা করে।
চাঁদপুর নিউজ সংবাদ