প্রতিনিধি
গতকাল ৭ জুন শনিবার সকাল ১০টায় ফরিদগঞ্জের সন্তোষপুর দরবার শরীফের পীর ও বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর কেন্দ্রীয় প্রচার সম্পাদক আলহাজ্ব মাওলানা মোহাম্মদ বিন মোসলেহ উদ্দিন পীর সাহেবের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। দরবার শরীফের ময়দানসহ প্রায় ১ কিলোমিটার জায়গা জুড়ে জানাজায় শরীক হতে মানুষের ঢল দেখা যায়।
জানাজার পূর্বে আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব কেবলা আলহাজ্ব মাওলানা শাহ মোহাম্মদ মোহেববুল্লাহ (মাঃ জিঃ আঃ) বলেন, সন্তোষপুরের মাওলানা মোহাম্মদ বিন মোসলেহ উদ্দিন সারাজীবন ছারছীনা দরবারের খেদমত করে গেছেন। তিনি তাঁর পিতা মাওলানা মোসলেহ উদ্দিন (রহঃ)-এর মতো এ দরবারের খেদমতে আঞ্জাম দিয়েছেন। তিনি আমার পিতা মাওলানা শাহ্সূফী আবু জাফর মুহাম্মদ ছালেহ (রহঃ)-এর হাতে বায়াত গ্রহণ করেন। তাঁর ইন্তেকালের পরে আমার হাতে বায়াত গ্রহণ করে সবসময় আমার সাথে থাকতেন এবং আমার সাথে দেশের বিভিন্ন অঞ্চলে সফর করতেন। পীর-মুরিদি সম্পর্ক তিনি যথাযথ আদবের সাথে পালন করতেন। ছারছীনা ছিলছিলার কী আদর্শ, কীভাবে চলতে হবে তিনি সে ভাবেই চলেছেন। তাঁর বর্তমান উত্তরসূরীরা যেনো তাদের বাবার আদর্শ মতো চলতে পারে সেজন্য তিনি আল্লাহর কাছে সাহায্য কামনা করেন। এছাড়া আরো বক্তব্য রাখেন চাঁদপুর-৪ আসনের এমপি ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া, সাবেক এমপি লায়ন হারুন-অর-রশিদ, ফরিদগঞ্জ পৌরসভার মেয়র মনজিল হোসেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহাবুবুল বাশার কালু পাটওয়ারী, বাংলাদেশ যুব হিযবুল্লাহর কেন্দ্রীয় মহাসচিব হাফেজ মাওঃ বোরহান উদ্দিন ছালেহী, সন্তোষপুর হুজুরের ছোট ভাই প্রফেসর আহম মারুফ, মোঃ আবদুর রহমান, পীর ছাহেবের জামাতা সোনাকান্দা দরবারের ছোট হুজুর মাওঃ মাহফুজুর রহমান, বড় ছাহেবজাদা আলহাজ্ব মাওলানা আব্দুল করীম, মেঝো ছেলে মাওঃ মোঃ মহিউদ্দিন, ছোট ছেলে মাওঃ আব্দুর রহিম, মাওঃ মোঃ ওবায়েদুল্লাহ, জমইয়াতে হিযবুল্লাহর জেলা সাধারণ সম্পাদক মাওঃ মোঃ সাইফুদ্দিন খন্দকার প্রমুখ।
জানাজায় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ চান্দ্রা দরবার শরীফের পীর আলহাজ্ব মাওঃ মোঃ সাইফুল্লাহ নকশেবন্দী মুজাদ্দেদী, চাঁদপুর সদর উপজেলার মদনা দরবার শরীফের পীর আলহাজ্ব মাওঃ মোঃ মাহবুবুর রহমান, বালিথুবা দরবার শরীফের পীর মাওঃ মমিনুল ইসলাম, ছাত্র হিযবুল্লাহর কেন্দ্রীয় সভাপতি মোঃ এনায়েত উল্লাহ ফায়রাভী, মহাসচিব মোঃ শামছুল আলম মোহেব্বী, বিশিষ্ট মুক্তিযোদ্ধা আব্দুল আজিজসহ দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে জমইয়াতে হিযবুল্লাহ, যুব হিযবুল্লাহ ও ছাত্র হিযবুল্লাহর নেতৃবৃন্দ এবং সন্তোষপুর দরবারের মোহেব্বীন, ওলামা, খোলাফা, পীর ভাই ও মুুরিদানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জানাজা শেষে দরবার শরীফের মসজিদের কাছে মরহুমের পিতা মরহুম মাওঃ মোসলেহ উদ্দিন (রহঃ)-এর মাজারের পাশেই তাঁকে দাফন করা হয়। পরে ছারছীনার পীর সাহেব মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
বক্তারা সন্তোষপুর হুজুরের কর্মময় জীবন নিয়ে আলোচনা করতে গিয়ে বলেন, হুজুরের ১টি শেষ ইচ্ছা ছিল মসজিদের সাথে ১২০ ফুট উচু মিনার নির্মাণ করার। আমরা সকলেই হুজুরের এই শেষ ইচ্ছা পূরণ করবো। ফরিদগঞ্জ আসনের বর্তমান এমপি, সাবেক এমপি ও পৌর মেয়র মিনারের কাজের পরিপূর্ণতা ঘটাবেন বলে বক্তব্যে তারা জানান।
উল্লেখ্য, ফরিদগঞ্জ উপজেলার সন্তোষপুর দরবার শরীফের পীর আলহাজ্ব মাওলানা মোহাম্মদ বিন মোসলেহ উদ্দিন গত ৬ জুন শুক্রবার বেলা সাড়ে ১২ টায় ঢাকা যাওয়ার পথে ইন্তেকাল করেন।