শাখাওয়াত হোসেন শামীম, হাজীগঞ্জ ।
চাঁদপুর জেলাধীন কচুয়া থানার নুরপুর গ্রামের শামছুল হক দীর্ঘ দিন ধরে সন্ত্রাসী সোহাগ বাহিনীর অত্যাচারে পালিয়ে বেড়াচ্ছে। জানা যায় ১৫ সেপ্টেম্বর রাত আনুমানিক ০১.৩০মিনিটে সন্ত্রাসী সোহাগ বাহিনীর পূর্ব পরিকল্পিত শামছুল হককে প্রাণে মেরে ফেলার চেষ্টায় মিন্টু মিয়া, সোহেল,শাহাজাহান প্রকাশ মধু,মানিক হোসেন, এরশাদ, মোস্ত্মফাসহ সঙ্গবদ্ধ সন্ত্রাসী সোহাগ একত্রিত হয়ে রাতের অন্ধকারে তার বসতঘরে ঢুকে রক্তাক্ত জকম করে। শামছুল হককে তার পরিবারের সদস্যরা বাচাঁতে এগিয়ে আসলে তাদেরকে এলোপাতারি হামলা ও মারধর করে। জানা যায় গত ১৬ সেপ্টেম্বর এ নিয়ে বাদী হয়ে শামছুল হক কচুয়া থানায় একটি মামলা দায়ের করেন। এ ব্যপারে থানায় মামলা হলে উপরোক্ত সন্ত্রাসীগন তাহার উপর ক্ষিপ্ত হয়ে তাকে প্রাণে মেরে ফেলার জন্য হুমকি ধুমকি দিচ্ছে। এ বয়ে শামছুল হক তার পরিবার নিয়ে হাজীগঞ্জে আত্মীয় বাসায় আশ্রয় নিয়েছে।