ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা: জমি সংক্রান্ত বিরোধের মিমাংসা করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক যুগ্মসম্পাদক এমরান হোসেন ভূঁইয়া (৪৫) এখন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। সন্ত্রাসীরা তার বুকে ও মাথায় ও ঘাড়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। বর্তমানে সে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গত সোমবার উপজেলার পশ্চিম সন্তোষপুর এলাকায় এই ঘটনা ঘটে। এব্যাপারে এমরান হোসেনের মা ফাতেমা বেগম বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
থানায় দায়েরকৃত অভিযোগে প্রকাশ, পশ্চিম সন্তোষপুরে একটি জমি সংক্রান্ত বিরোধ মিমাংসা করতে উপজেলা যুবলীগের সাবেক যুগ্মসম্পাদক এমরান হোসেন ভূঁইয়া সালিশী বৈঠকে যান। বৈঠকের এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন হঠাৎ করেই তার উপর হামলা করে। তাকে ধারালো অস্ত্র দিয়ে বুকে মাথায় ও ঘাড়ে আঘাত করে। এতে সে মারাত্মক আহত হয়। এছাড়া তার মোটর সাইকেলটিও ভাংচুর করে। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজে রেফার করেন। বর্তমানে তিনি সেখানেই আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
এব্যাপারে গত ২৩ ফেব্রুয়ারী এমরান হোসেরে মা ফাতেমা বেগম বাদী হয়ে নুর মোহাম্মদসহ ৪জনকে অভিযুক্তকে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
চাঁদপুরনিউজ/এমএমএ/