রফিকুল ইসলাম মিয়াজী ॥
চাঁদপুর পৌরসভার দীর্ঘ প্রতিক্ষিত নির্বাচন অবশেষে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ ১৫ ফেব্রুয়ারী নির্বাচন কমিশন চাঁদপুর পৌরসভার তফসিল ঘোষণা করেছেন।
ওই তফসিলে বলা হয়েছে, আগামী ২৬ ফ্রেব্রুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ, মনোনয়নপত্র বাছাই ১ মার্চ, প্রত্যাহারের শেষ তারিখ ১০ মার্চ আর কাঙ্খিত ভোট গ্রহণ ২৯ মার্চ। এ নিয়ে চাঁদপুর পৌরসভাতে ৩য় বারের মতো নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ইতিপূর্বে প্রতীক বরাদ্দ পর্যন্ত হয়েছিল। এখানে উল্লেখ থাকে যে, চাঁদপুর পৌরসভার এই নির্বাচন দীর্ঘ ৯ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে। কারণ এই নির্বাচনকে কেন্দ্র করে দেশের সর্বোচ্চ আদালতে পর পর কয়েকটি মামলা ও রিট পিটিশন হয়েছে। এর মূল বক্তব্য ছিল পৌরসভার সীমানা নির্ধারন, হালনাগাদ ভোটার তালিকা তৈরি। তবে এসব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নির্বাচন কমিশন অবশেষে চাঁদপুর পৌরসভার বহুল প্রতিক্ষিত নির্বাচনের তফসিল ঘোষনা করেছেন। তফসিল ঘোষনা হওয়ার সাথে সাথে পৌরবাসীর মনে নতুন করে ভোটের ইমেজ শুরু হয়েছে। নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন, চাঁদপুর জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আতাউর রহমান। সহকারি রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন, চাঁদপুর সদর উপজেলা নির্বাচন অফিসার মোঃ আব্দুল আজিজ। নির্বাচনের তফসিল ঘোষণায় প্রার্থিদের মণে আনন্দ উৎসব জেগেছে। ইতোপূর্বে যারা মনোনয়নপত্র দাখিল করেছেন এবং বৈধ প্রার্থী হিসেবে ঘোষিত হয়েছেন তাদের এবার মনোনয়নপত্র দাখিল করা লাগবে না। গতকাল নির্বাচন কমিশন বাংলাদেশ, নির্বাচন কমিশন সচিবালয়, ঢাকা প্রজ্ঞাপনে উল্লেখ, নং- ১৭.০০.১৩২২.০৩৪.৩৮.০৩২.১০.৪৭-নির্বাচন কমিশন সচিবালয়ের প্রজ্ঞাপন নং- নিকস/পৌর-১/১(২৪)/পৌরঃ সাধাঃ নির্বাঃ পরিঃ ২০১০/১৭৮, তারিখঃ ০২/১২/২০১০, নিকস/পৌর-১/২(১৬)/-চাঁদ/২০১০/৯১৪, তারিখঃ ২৭/০৬/২০১১ ও পত্র নং নিকস/পৌর-১/২(১৬)/-চাঁদপুর পৌরসভা/২০১০/৯৩০, তারিখঃ ২৪/০৭/২০১১ এর যোগসূত্রে মাননীয় হাইকোর্ট বিভাগে দাখিলকৃত রিট পিটিশন নং ৬২৫০/২০১১ এ ২৪/১১/২০১১ তারিখে প্রদত্ত রায়ে চাঁদপুর পৌরসভার ভোটারযোগ্য ব্যক্তিদের হালনাগাদ ভোটর তালিকায় অন্তর্ভূক্ত করিয়া তাহাদের নির্বাচনে অংশগ্রহনের সুযোগ দানের আদেশ প্রদান করায় এবং উক্ত আদেশ অনুসারে চাঁদপুর পৌরসভার ভোটার তালিকা হালনাগাদ করিয়া ৩১/০১/২০১৫ তারিখে চূড়ান্তভাবে প্রকাশ করায় স্থানীয় সরকার (পৌরসভা) নির্বাচন বিধিমালা, ২০১০ এর বিধি ১০ অনুযায়ী নির্বাচন কমিশন এতদ্বারা চাঁদপুর জেলার চাঁদপুর পৌরসভার মেয়র, সংরক্ষিত আসনের কাউন্সিলর এবং সাধারণ আসনের কাউন্সিলর পদের স্থগিত সাধারণ অনুষ্ঠানের জন্য উক্ত প্রজ্ঞাপন জারি করেছেন। নির্বাচন কমিশনের সহকারি সচিব মোঃ ফরহাদ হোসেন স্বাক্ষরিত উক্ত প্রজ্ঞাপন জারি করা হয়।