রিফাত কান্তি সেন :
ডিজিটালের ছোয়ায়, বিলিন হচ্ছে পোস্ট অফিস!
পর্দার অন্তরালে হারিয়ে যাচ্ছে রানার রা!
চিঠির প্রচলন ও ধিরে ধিরে উঠে যাচ্ছে সমাজ থেকে।
রানার ছুটেছে তাই ঝুম্ঝুম্ ঘন্টা বাজছে রাতে
রানার চলেছে খবরের বোঝা হাতে,রানার চলেছে, রানার !
রাত্রির পথে পথে চলে কোনো নিষেধ জানে না মানার ।
দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার-
কাজ নিয়েছে সে নতুন খবর আনার ।
সুকান্ত ভট্টাচার্যের কবিতায় আজ ও রানারের কথা উল্লেখ থাকলে ও ডিজিটালের ছোয়ায় হারিয়ে যাচ্ছে রানার রা!
এখন আর নতুন খবর পৌঁছাতে লন্ঠন হাতে নিয়ে ছুটে যেতে হয় না মানুষের দ্বারে দ্বারে!
তথ্য প্রযুক্তির আধুনিকতার ছোয়ায় দিনে দিনেই হারিয়ে যাচ্ছে পোস্ট অফিস ( ডাকঘর)।
একসময় মানুষের বার্তা বাহ্ক এর গুরুত্বপূর্ন কাজটি করতেন এই রানার রা।পোস্ট অফিসের মাধ্যমে দূর, দূরান্ত থেকে প্রিয় মানুষের চিঠির খবর পৌছে দিতেন প্রিয় মানুষ গুলোর কাছে।
শুধু তাই নয় প্রবাসীরা তাদের স্বজনদের সাথে চিঠির মাধ্যমে ই যোগাযোগ করতেন।
পাঠাতেন অর্থ,আর সেই অর্থ, তথ্য আসতো পোস্ট অফিস গুলোতে।
যদিও এখন আর কেউ ই চিঠির মাধ্যমে যোগাযোগ করেন না বিজ্ঞানের আশির্বাদের ফলে।
হাতে লেখা চিঠি আসে না বলেই অলস সময় কাটান বেশীরভাগ পোস্ট অফিসের কর্মকর্তারা ই।
পোস্ট অফিস গুলো ফাঁকা,চিঠির বস্ক গুলোতে ও মরিচা পরে আছে।
যদিও সরকারী অনেক কাজ ই আজ ও পোস্ট অফিসের মাধ্যমে ই সম্পাদিত হয়।
আধুনিক প্রযুক্তির যুগে যখন সেকেন্ডের মধ্যে ই খবর পৌছানো যায়, সেখানে রানার আর পোস্ট অফিসের কথা তো ভূলে যাবার ই কথা।
কালের বিবর্তনে সবই হারিয়ে যায়, যেমন আজ হারাচ্ছে রানার।
এক সময় প্রেম নিবেদনের একমাত্র মাধ্যম ছিলো চিঠি,সীমান্তের এ পাড় থেকে ও পাড়,টেকনাফ থেকে তেতুলিয়া সবই ছিলো পোস্ট অফিসের মধ্যে সীমাবদ্ধ।
হয়তো এজন্যই তখনকার প্রেমে ও ছিলো সুদৃঢ়,ছিলো অফুরন্ত ভালবাসার পড়শ।
একটি চিঠি ভিনদেশ থেকে এ দেশে আসতে কেটে যেতো কয়েক সপ্তাহ, কয়েক মাস।
কিন্তু তাই বলে ভালবাসা কম ছিলো না।
স্বজন রা মুখিয়ে থাকতেন কবে আসবে চিঠি,রানারেন অপেক্ষা কবে আসবে তার হাতে কবে পৌছাবে সেই চিঠি প্রিয়জনের নিকট।
প্রযুক্তি আজ সেই অপেক্ষার প্রহরটাকে এতটা ই সহজ করেছে যে আজ সেই পোস্ট অফিসের কথা ভূলতে বসেছে প্রিয় প্রজন্ম!
আজ যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যাবহিত হচ্ছে ফেসবুক টুইটার, স্কাইপ,ট্যাঙ্গো,ভাইবার,ইমো, জি মেইল সহ নানা প্রযুক্তি
প্রিয় প্রজন্মের জানা উচিত কেমন ছিলো এক সময়কার যোগাযোগ,কেমন ছিলো অপেক্ষার মূল্য।
ভূলে গেলে চলবে না এই পোস্ট অফিস(ডাকঘর) ই এক সময় আমাদের একমাত্র যোগাযোগের সম্ভল ছিলো,রানার রা ছিলো আমাদের প্রান।
ছবি:- কড়ৈতলী বাজার সংলগ্ন পোস্ট অফিসের ডাক বাস্কের।