আজ দূরে কোথাও মনভাঙ্গা নদীর মোহনায়
প্রেমবিলাসী এই আমি চাতকের মত অপেক্ষারত,
কথা দিয়েছিলে কোন একদিন ফিরে আসবে —
আমি তো জনম জনমের এক পথিক,
কখনও পাল তোলা তরী হয়নি ভেড়ানো দারুচিনী দ্বীপে
চোখ মেলে দেখা হয়নি ভূমধ্য সাগর কে —
নবমেঘের হীমশিতল জলে স্নান করিনি কখনও
আমার বিশ্বাস তুমি ফিরে আসবে,
আর তুমি আসবে বলেই আজও আমি পথে —-
এক এক করে মিলিয়ে যায় সূর্যাস্তের প্রতিচ্ছবি
আমি দূরে কোথাও মরা পাহাড়ের পাদদেশে খুঁজে ফিরি তোমাকে
আমার চারপাশে যে এখন আমারই সমাধি প্রান্তর—-