নিজস্ব প্রতিবেদক:
সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি বলেছেন, বাংলাদেশের সাথে ভারতের সমুদ্রসীমা নিয়ে বিরোধ সংক্রান্ত যে মামলা নেদারল্যান্ডের হেগে অবস্থিত স্থায়ী সালিশ আদালতে চলছে তার রায় আগামী বছরের মাঝামাঝি সময়ে প্রদান করা হবে। গতকাল রোববার দুপুরে চাঁদপুর শহরের মিশন রোড এলাকায় অবস্থিত নিজের বাসায় এক সাক্ষাতকারে এসব তথ্য জানান। এর আগে তিনি চাঁদপুর শহরের কালিবাড়ি এলাকায় সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে অনুষ্ঠিত মানবন্ধন কর্মসূচিতে অংশ নেন।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ওই মামলায় বাংলাদেশের বিজয় সুনিশ্চিত। দীপু মনি জানান, গত ৯ ও ১০ ডিসেম্বর বাংলাদেশ পক্ষ শুনানিতে অংশ নিয়েছে। তিনি এবং বর্তমান পররাষ্ট্রমন্ত্রীও শুনানিতে অংশ নেন। তিনি জানান, আগামী ১৮ ডিসেম্বর আবার দুই পক্ষের শুনানি অনুষ্ঠিত হবে। এরপরই রায় প্রদানের বিষয়টি নির্ধারন করা হবে। দীপু মনি জানান, বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মার্কিন আইনবিদ পাউল রাইকলারসহ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের খ্যাতনামা ছয়জন আইনজীবী মামলা লড়ছেন। দীপু মনি আরো জানান, ভারত চেয়েছিল বাংলাদেশকে সমদূরত্বের ভিত্তিতে হিস্যা দিতে। কিন্তু বাংলাদেশ ন্যায্যতার ভিত্তিতে হিস্যা চেয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, মায়ানমারের সাথে সুমদ্রসীমা সংক্রান্ত মামলায় যেমন বাংলাদেশের বিজয় হয়েছে তেমনি ভারতের বিরুদ্ধে করা মামলায়ও বাংলাদেশের বিজয় হবে।
শিরোনাম:
বুধবার , ২৬ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১২ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।