শাহরিয়ার খান কৌশিক ॥
মামলা খবর নিতে আসলে বাদিকে জামায়াত নেতা সাজিয়ে সম্পত্তিগত বিরোধের জের ধরে প্রতিপক্ষের উস্কানিতে আটক করে মডেল থানা পুলিশ।
গতকাল সোমবার আটক মোস্তফা আহমেদ রাঢ়ি (৬৫) কে আদালতে প্রেরন করা হয়েছে।
ঘটনার বিবরনে জানাযায়, চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের ফরক্কাবাদ ৯ নং ওয়াওয়ার্ডের গুলিশা গ্রামের মৃত ইদ্রিস রাঢ়ির ছেলে মোস্তফা হোসেন রাঢ়ির সাথে সম্পত্তিগত বিরোধ নিয়ে দীর্ঘ কয়েক বছর যাবৎ, কাশেম ঢালির ছেলে হুমায়ুন ঢালি, মিজান ঢালি, দুলাল ঢালি গংদের সাথে মামলা মোকাদ্দমা চলে আসছিলো। সদর উপজেলার ১৯১ নং গুলিশা মৌজার ৩শ ৬৯, ৭০ ও ৭১ নং খতিয়ানের ৪ একর ৪৩ ভুমি দখল নিয়ে উভয় পক্ষের মাঝে দফায় দফায় সংঘর্ষ হয়েছিলো। এ নিয়ে । মামলার বাদি মোস্তফা আহমেদ বাদি হয়ে চাঁদপুর মডেল থানায় বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়েছিলো। ঘটনার দিন গত রোববার দুপুরে মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই রফিক ও এসআই আহসানুজ্জামান লাবুর কাছে খোজ খবর নিতে আসে থানায়। এ সময় প্রতিপক্ষ হুমায়ুনঢালি গং বাদিকে জামায়াত শিবির আখ্যায়িত করে মডেল থানার সেকেন্ড অফিসার মনির আহমেদ এর মাধ্যমে তাকে আটক করে। খবর পেয়ে মামলার বাদি লোকজন থানায় ছুটে আসে। মামলার বাদি মোস্তফা জানায়, মামলার খবর নিতে থানায় আসলে সেকেন্ড অফিসার মনির ডেকে নিয়ে জামায়াত শিবির আখ্যায়িত করে হাজতে ঢুকিয়ে দেয়। প্রকৃত পক্ষে মামলার জমি জমা সংক্রান্ত জের ধরে প্রতিপক্ষরা তাকে আটক করে। তিনি আরো জানান কোন কালেই কোন রাজনীতি দলের সাথে সম্পৃক্ত ছিলেন না। পুতিপক্ষরা পুলিশকে ভুল তথ্য দিয়ে এ ঘটনা ঘটিয়েছে।