কচুয়া প্রতিনিধিঃ চাঁদপুরের কচুয়ায় সম্পত্তিগত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন বাড়ী ঘরে হামলা ও ভাংচুর করে ৩জনকে গুরুতর আহত করেছে। গত মঙ্গলবার সকালে উপজেলার বিতারা পূর্ব পাড়া খলিফা বাড়ীতে হামলা ও ভাংচুরের এঘটনা ঘটে। আহতরা হচ্ছেন-গৃহের মালিক জয়নাল আবেদীন খলিফা (৫৫), তার স্ত্রী খাদিজা বেগম (৫০)ও পুত্র শরীফুল ইসলাম (১৮)। আহতরা বর্তমানে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে।
সরেজমিনে গিয়ে ভোক্তভূগী পরিবার ও স্থানীয় সূত্রে জানাগেছে, ঘটনার দিন সকালে ওই গ্রামের মজিবুল হক, মোস্তফা, আলমগীর, নজরুল, ইসমাইল, ফারুক ও জাহাঙ্গীর আলম একই বাড়ীর জয়নাল আবেদীন খলিফার বাড়ীর দক্ষিণ পাশের সীমানায় ওয়ারিশ সূত্রে জমি দাবী করে ৪শতাংশ জায়গায় সীমানা নির্ধারণ করে দখল করে। এতে বাধা প্রদান করলে জায়গার মালিক জয়নাল আবেদীন খলিফার বসত ঘর, গৃহের সুকেস ভাংচুর করে নগদ ৩০ হাজার টাকাসহ নেকলেচ ও কানের দুল হামলাকারীরা ছিনিয়ে নিয়ে যায় বলে ভোক্তভূগী পরিবার দাবী করেন। এঘটনায় বাদী হয়ে গৃহের মালিক জয়নাল আবেদীন খলিফা চাঁদপুরের বিজ্ঞ আদালতে পৃথক দু�টি মামলা দায়ের করেছে। এদিকে অভিযোক্ত জাহাঙ্গীর আলম বলেন, ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জায়গা আমরা দখল করায় প্রতিপক্ষ লোকজন নিজেরা বাড়ী ঘর ভাংচুর করে আমাদের ফাসানোর পায়তারা করছে। এঘটনায় এলাকায় দু’পরিবারের লোকজনের মাঝে উত্তেজনা বিরাজ করছে।
শিরোনাম:
সোমবার , ২১ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৮ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।