রফিকুল ইসলাম মিয়াজী : চাঁদপুর পৌরসভার ১৫নং ওয়ার্ডের জিটি রোড উত্তর আখন্দ বাড়ির মৃত মোঃ আবদুল বাসেত আখন্দের ছেলে মোঃ রাজন (রাজু) আখন্দ তার আপন চাচা মোঃ সিরাজুল ইসলাম আখন্দের বিরুদ্ধে ২.৫০একর সম্পত্তি, যার বর্তমান মূল্য প্রায় ৩০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ এনে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। বিষ্ণুদী মৌজার ৫৮৫দাগে বাড়ী ৪৮শতাংশ, ৬৪১দাগে নালে ১৬ শতাংশ, ৬৫১দাগে নালে ২৪ শতাংশ, ৬৫২ দাগে নালে ৬৩ শতাংশ ও অন্যান্য দাগে মোট ২.৫০একর ভূমি মৃত মোঃ বাসেত আখন্দ তার ছোট ভাই সিরাজুল ইসলাম আখন্দ ও তাদের অন্যান্য ওয়ারিশগণের। লিখিত বক্তব্যে রাজু আখন্দ জানায়, এতিম ও অসহায় পরিবারের সম্পত্তি শব্দ ও শারিরীক প্রতিবন্ধী আপন মায়ের সম্পত্তি, একই মায়ের ৩ মেয়ের সম্পত্তি, মরহুম হাবিবুর রহমান আখন্দের সম্পত্তি, অসহায় এক গরিব খালার সম্পত্তি বিভিন্ন কৌশলে বিশ্বাস জন্মায়ে, বিশ্বাস ঘাতকতা করে সিরাজুল ইসলাম আখন্দ ভোগ ও কিছু পরমাণ বিক্রি করেছে। অভিযোগে আরো উল্লেখ করেন, সিরাজুল ইসলাম আখন্দ কারো আপন ভাই, কারো আপন চাচা। রাজু আখন্দ আরো বলেন, তারা বাবা মৃত মোঃ বাসেত আখন্দ ১৯৮৭সনে ক্যান্সার রোগে আক্রান্ত্ম হয়ে মৃত্যু বরণ করেন। তিনি জীবিত থাকা অবস্থায় তার নামীয় সম্পত্তি আপন বড় ভাই সিরাজুল ইসলাম আখন্দকে অছিয়ত নামা দলিল করে যান। তার নাবালক সন্ত্মানরা সাবালক হলে তাদের সম্পত্তি হিস্যানুযায়ী বুঝিয়ে দিবে এ শর্তে। সিরাজুল ইসলাম তা না করে এতিম, অসহায় নাবালক সন্ত্মানদেরকে ঠকানোর মানসিকতায় সাবালক হওয়ার পূর্বেই বিক্রি করে দেয়। বর্তমানে তার সাবালক সন্ত্মান রাজু আখন্দ গংরা সম্পত্তি থেকে বঞ্চিত রয়েছে। তার দাদার সম্পত্তি, দাদীর সম্পত্তি ও বাবার সম্পত্তি পাওয়ার লক্ষ্যে সামাজিক ভাবে বহু দেন দরবার করলেও তার চাচা সিরাজুল ইসলাম আখন্দ তাদের প্রাপ্য সম্পত্তি বুঝিয়ে দেয় নাই। রাজু আখন্দের ৩ ফুফু আমিনা বেগম, আনোয়ারা বেগম ও মনোয়ারা বেগমের সম্পত্তিও তার চাচা সিরাজুল ইসলাম আখন্দ আত্মসাৎ করেছে বলে অভিযোগে বলেন। সাংবাদিক সম্মেলনে রাজু আখন্দ গংরা আরো জানায়, বিভিন্ন সময়ে তাদের পরিবার বর্গের প্রতি অত্যাচার নির্যাতন করে, মিথ্যা মামলা সাজিয়ে তাদেরকে দীর্ঘদিন হয়রানি করে আসছে। লিখিত বক্তব্যে রাজু আখন্দ আরো বলেন, সিরাজুল ইসলাম আখন্দের বড় ছেলে ট্রাফিক পুলিশ সার্জেন্ট হওয়ায় পুলিশের প্রভাব খাটিয়ে বিভিন্নভাবে তাদেরকে হয়রানি করছে। বিরোধপূর্ণ সম্পত্তি যাতে বিক্রি করতে না পারে, সচেতন নাগরিকদের প্রতি আহবান জানান রাজু আখন্দ গংরা। আরো আহবান জানিয়ে বলেন, প্রকৃত সম্পত্তি যাচাই বাচাই ছাড়া কেহ যেন খরিদ না করে এবং তাদের পৈত্রিক সম্পত্তি, দাদা-দাদীর সম্পত্তি ফিরে পেতে সর্বস্ত্মরের জনগণ ও আইন শৃংখলা রক্ষা বাহিনীর সহযোগিতা কামনা করেছেন। সাংবাদিক সম্মেলনে সিরাজুল ইসলাম আখন্দের ৩ বোনের মধ্যে মনোয়ারা বেগম ও তার মৃত ২ বোন আমিনা বেগম ও আনোয়ারা বেগমের ওয়ারিশগণরাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
শিরোনাম:
শনিবার , ২৫ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১২ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আরও সংবাদ
বিশ্ব ইজতেমায় ‘মানবতার ফেরিওয়ালা’ মালয়েশিয়ান ইবিট লিও
টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় অংশ নেন, মালয়েশিয়ার ‘মানবতার ফেরিওয়ালা’ ইবিট লিও। বিশ্ব... বিস্তারিত
পেঁয়াজের দাম বাড়ল কেজিতে ২০-৩০ টাকা
দেশে আগাম জাতের মুড়িকাটা পেঁয়াজ এরই মধ্যে ঘরে তুলেছেন কৃষক। মূল মৌসুমের পেঁয়াজ বাজারে আসতে... বিস্তারিত
রমজান মাসে প্রাথমিকে ক্লাশ ১০ দিন, মাধ্যমিকে ১৫…
আগামী রমজান মাসের প্রথম ১০ দিন দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো খোলা রাখার সিদ্ধান্ত... বিস্তারিত
পরকীয়ায় নাশ সংসার
দেশে বিয়ের হার বৃদ্ধির পাশাপাশি বিবাহবিচ্ছেদ বা তালাকও বেড়েছে। বিবাহবিচ্ছেদের প্রধান দুটি... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।