শাহরিয়ার খাঁন কৌশিক ॥
চাঁদপুর সদর উপজেলার কল্যানপুর ইউনিয়নের কল্যানদী গ্রামে সম্পত্তিগত বিরোধ নিয়ে প্রতিপক্ষরা বসতঘর নির্মানের ইট রাস্তার পাশে ফেলে দেওয়ায় হট্টগোল সৃষ্টি হয়। প্রতিপক্ষের হামলার ভয়ে আতংকে আয়েশা বেগম (৬০) নামে এক বৃদ্ধা মহিলার ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় কল্যানদী গ্রামে ৫ নং ওয়ার্ড গাজী বাড়ির সামনে ব্রীজের গোড়ায় এ ঘটনা ঘটে।
জানা যায়, গাজীবাড়ি আব্দুল মান্নান গাজীর সাথে তার চাচাতো ভাই মৃত হাবিবুল্লাহ গাজীর ছেলে রফিক গাজী গংদের সাথে সম্পত্তিগত বিরোধ নিয়ে আদালতে মামলা চলে আসছিলো। আব্দুল মান্নান গাজী তার পুরনো টিনের বসতঘরটি ভেঙ্গে নতুন করে পাকা ঘর নির্মানের জন্য ব্রীক ফিল্ড থেকে ইট এনে বাড়ির সামনে ব্রিজের গোড়ায় রাখে। গতকাল মঙ্গলবার সকালে সেই ইট ভ্যানগাড়ি দিয়ে বাড়ির ভিতরে ঢুকানোর সময় প্রতিপক্ষ রফিক গাজির ভাই মিলন গাজি, সফিউল্লাহ, লতিফ ও মিন্টু গাজি ইটগুলো রাস্তার পাশ থেকে খালের দু পারে ছিটকে ফেলে দেয়। এ ঘটনা শুনে বৃদ্ধা আয়েশা বেগম ঘটনাস্থলে এসে এর প্রতিবাদ করলে প্রতিপক্ষরা ইট নিয়ে তাকে মারার জন্য তেরে আসে। এসময় সে প্রতিপক্ষের হামলার ভয়ে আতংকিত হয়ে ঘটনাস্থলে হৃদক্রীয়া বন্ধ হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় ব্যপাক গুঞ্জনের সৃষ্টি হয়। প্রতিপক্ষের হামলায় বৃদ্ধা আয়েশা বেগম খুন হয়েছে এ গুজব এলাকাবাসী পুলিশকে জানায়।
খবর পেয়ে চাঁদপুর মডেল থানার এসআই জাহাঙ্গীর সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনা তদন্ত করে। এসময় বৃদ্ধা আয়েশা বেগম তার স্বামী ও ছেলেরা লাশ ময়না তদন্ত না করার জন্য পুলিশ অনুরোধ করে। পরে কারো বিরুদ্ধে কোন অভিযোগ নেই, হৃদরোগে আয়েশা বেগমের মৃত্যু হয়েছে ও কোন প্রকার মামলা করবে না বলে অঙ্গিকার করার পর ময়না তদন্ত ছাড়াই লাশ দাফন করে। বৃদ্ধার মৃত্যুর খবর শুনে শত শত লোক তাকে দেখতে তার বাড়িতে ভীড় জমায়। বাদ আছর জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।