চাঁদপুর শহরের তরপুরচণ্ডী ষোলঘর পাকা মসজিদ এসপির বাসভবন সংলগ্ন এলাকায় সম্পত্তি দখল নিয়ে জামাই-শ্বশুরের মধ্যে সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় আব্দুল কাদেরের ছেলে শহিদ বেপারী ও তার শ্বশুর হাজ্বী মোঃ সফিউল্যাহ খান গংয়ের সাথে সংঘর্ষের আশঙ্কা দেখা দিলে তখনি চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ঘটনার বিবরণে জানা যায়, ২৬নং তরপুরচণ্ডী মৌজার ১৯৩৫, ৩৬, ৩৭ দাগে ৭৬ শতাংশ সম্পত্তি ৪টি দলিলের মাধ্যমে আব্দুল কাদের হায়দার আলী গাজী গংয়ের কাছ থেকে ১৯৭৩ সালে ক্রয় করে। আব্দুল কাদেরের ছেলে শহিদ বেপারী পাশের বাড়ির সফিউল্যাহ খানের মেয়ের সাথে প্রেমের সম্পর্ক আবদ্ধ হয়ে বিবাহ হয়। পূর্ব থেকেই জামাই-শ্বশুরের সম্পর্ক খারাপ অবস্থার মধ্য দিয়ে চলে। শ্বশুর সফিউল্যাহ খান একই দাগে জায়গা ক্রয় করে। পরে দখল নেয়াকে কেন্দ্র করে ২০০৭ সালে ওয়ান ইলাভেনের সময় শ্বশুর জামাইর বিরুদ্ধে অভিযোগ দেয়। এসিলেন্ড অফিস, চাঁদপুর পৌরসভা, চাঁদপুর মডেল থানা ও আদালতে বাঁটোয়ারা মামলা দায়ের করে। এতে কোনো সূরাহা না হওয়ায় অবশেষ পুলিশ সুপারের বরাবর একটি লিখিত দরখাস্ত করে। পুলিশ সুপার মোঃ আমির জাফর ঘটনাটি তদন্ত করার জন্য ডিবি পুলিশের কাছে হস্তান্তর করেন। ডিবি’র উপপরিদর্শক জাহাঙ্গীর আলম উভয়পক্ষকে নোটিশ দিয়ে সার্ভেয়ারের মাধ্যমে জায়গা মাপ দেয়ার জন্য নির্দেশ দেন। ঘটনার দিন সকালে জায়গা পরিমাপ করে দখল নেয়াকে কেন্দ্র করে সংঘর্ষের আশঙ্কা দেখা দেয়। এসময় ডিবি পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এব্যাপারে হাজ্বী মোঃ সফিউল্যাহ খান জানায়, পৈত্রিক ও ক্রয় সূত্রে মালিক হওয়ার পরও অনেক জায়গা বেদখল হওয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় অভিযোগ করা হয়েছে। অভিযুক্ত শহিদ বেপারী তার ভাইয়েরা জোরপূর্বক জায়গা দখল করে নিয়েছে। তাই সার্ভেয়ারের দ্বারা জায়গা পরিমাপ করতে আসলে তারা বাধা দেয়। এদিকে আব্দুল কাদেরের ছেলে শহিদ বেপারী জানায়, তারাও পৈত্রিক ও ক্রয় সূত্রে ৭৬ শতাংশ জমির মালিক হয়েছে। প্রতিপক্ষ সফিউল্যাহ খান সম্পত্তি ৮ শতাংশ জায়গায় ১৮ শতাংশ সম্পত্তির দলিল করে। ২৫০নং খতিয়ান ভূক্ত ১৯৩৮ দাগে দেড়শতক জায়গা দখল নেয়াকে কেন্দ্র করে এপর্যন্ত ডজনখানেক অভিযোগ দায়ের করেছেন। এঘটনায় উভয়পক্ষকে সালিশীগণ সিদ্ধান্তনুযায়ী এসিলেন্ডের মাধ্যমে সম্পত্তি সার্ভেয়ারের দ্বারা পরিমাপ করে বুঝিয়ে দিবে বলে আশ্বস্ত করেন।
শিরোনাম:
শনিবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৩ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।