চাঁদপুর: চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল বলেছেন, ছবি খুবই গুরুত্বপূর্ণ। কারণ মিডিয়ার একটি ছবি পুরো বিশ^কে নাড়া দিয়েছে। নদীর পাড়ে উপড় হয়ে থাকা ৩ বছরের লাল জামা পড়া সেই ছবি। অনেকেরই এটি মনে থাকার কথা। তাই ফটোজার্নালিজম খুবই গুরুত্বপূর্ণ।
সোমবার (১৫ মার্চ) বিকাল ৩টায় চাঁদপুর প্রেসক্লাবের অডিটোরিয়ামে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের কার্যকরি কমিটির অভিষেক অনুষ্ঠানের সমাপনী পর্বে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, একটি পত্রিকায় পাঠকের আকর্ষণ থাকে ছবি ও হেড লাইনের দিকে। এ দু’টি বিষয় দেখে সংবাদ পড়ার প্রতি পাঠকের আগ্রহ জাগে। আর এই গুরুত্বপূর্ণ ছবি তোলার জন্য একটি ফটো সাংবাদিককে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হয়।
মেয়র বলেন, আমাদের চাঁদপুর শহর অনেক ছোট। যার কারণে পেশাগত কারণে আমরা পরস্পর জড়িত। আমি মনে করি সম্পর্ক থাকলেও আপনারা ভুল ত্রুটিগুলো তুলে ধরবেন। এ ক্ষেত্রে যারাই অপরাধে জড়িত তাদের বিষয়ে আপনারা তুলে ধরবেন। আপনাদেরকে সাহসী ভুমিকা নিতে হবে।
তিনি আরো বলেন, চাঁদপুর শহরের অনেক বাড়ীর মালিক ভবন কোড মানছে না। নিজেদের মত করে বাড়ী তৈরী করছেন। এসব বিষয়গুলো আপনারা তুলে ধরবেন। আপনাদের রিপোর্টের মাধ্যমে জনমত গড়ে উঠবে এবং আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারবো।
জিল্লুর রহমান বলেন, আমাদের শহরের মধ্যে দিয়ে বয়ে যাওয়া ডাকাতিয়া নদী এখন মরতে বসেছে। আমাদের সামনে একটি নদী তার অস্তিত্ব হারাবে এটা কেমন। এটি উদ্ধারেও আমাদের কাজ করতে হবে। সাংবাদিক বন্ধুগণ নদীর অবৈধ দখলসহ প্রয়োজনী স্থানগুলোর ছবি তুলে সংবাদ করতে পারেন। এ ক্ষেত্রে অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনও কঠোর ভূমিকা নিবে বলে আমি মনে করি। কারণ সরকারের পক্ষ থেকে কঠোর নির্দেশনা রয়েছে।
সংগঠনের জেলা শাখার সভাপতি এমএ লতিফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কে এম মাসুদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কের) স্নিগ্ধা সরকার, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজ, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, সাধারণ সম্পাদক রহিম বাদশা।
সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক তালহা জুবায়েরের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক মেঘনা বার্তা সম্পাদক গিয়াস উদ্দিন মিলন, দৈনিক চাঁদপুর খবরের সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আলম পলাশ।
চাঁদপুরনিউজ/এমএমএ/