
চাঁদপুর সদর উপজেলা নিবাহী অফিসার কানিজ ফাতেমা গতকাল বৃস্পতিবার তার সরকারি ফেসবুক আইডিতে এক স্ট্যাস্টাসে বলেন, সম্মানিত এলাকাবাসী আসসালামুয়ালাইকুম। করোনা ভাইরাসের কারনে সদর উপজেলায় সরকারি সাহায্য প্রদানের জন্য তালিকাভুক্তি চলছে ।
সকলের প্রতি অনুরোধ আপনার বাড়ির পাশে/পরিচিত অভাবী/দরিদ্র মানুষ/দিনমজুর, চায়ের দোকানদার, অটোরিকশা চালক, ছোট দোকানদার,সহায় সম্বলহীন মানুষটির নাম তালিকাভুক্ত না হয়ে থাকলে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যানের মাধ্যমে নাম তালিকাভুক্ত করুন।খসড়া তালিকা প্রণয়ন চলছে। সবাইকে জানান। আমরা চাই সবাই সরকারি সাহায্য পাবে, কেউ যেন বাদ না যায়।তবে দ্বৈততা পরিহার করতে হবে। আমাদের সমাজে ত্রাণ বিতরণ সব থেকে কঠিন কাজ।
তাই বেসরকারি সকল প্রতিষ্ঠান,এনজিও ও জনপ্রতিনিধিগণকে অনুরোধ, এখন
কর্মহীনদের খাবার পৌছানো অন্যতম প্রয়োজন, এই খাবার পৌছানোর ক্ষেত্রে উপজেলা
প্রশাসন এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সাথে সমন্বয় করলে,এই
সহায়তা আরো ফলপ্রসু হবে।
সকলেই নিরাপদ থাকুন।
শুভেচ্ছান্তে
কানিজ ফাতেমা
উপজেলা নিবাহী অফিসার
চাঁদপুর সদর ।