সায়মন কামালী,বিশেষ প্রতিনিধি বাপ্সনিউজ, ঢাকা:বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশে এখন পর্যন্ত কোনো আন্দোলনেই ব্যর্থ হয়নি। হয়ত সময় একটু লাগতে পারে তবে জয় আমাদেরই হবেই। বর্তমান সরকার ক্ষমতায় রয়েছে অস্ত্রের জোরে। নির্বাচনে অংশ না নেয়া আমাদের সঠিক সিদ্ধান্ত ছিলো। প্রমাণিত হয়েছে হাসিনার অধীনে কোনো সুষ্ঠূ নির্বাচন সম্ভব নয়।
শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে জাতীয় প্রেস ক্লাবে জাগপা ঢাকা মহানগর আয়োজিত গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষার চলমান সংগ্রামে নিহত মাসুদ রায়হানসহ শহীদদের স্মরণে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বিএনপি কোনো সন্ত্রাস করেনি, সন্ত্রাসে বিশ্বাস করে না। কারা সন্ত্রাস করে জনগণ জানে। এখন সারাদেশে রাষ্ট্রীয় সন্ত্রাস চলছে। সংসদে দাঁড়িয়ে শেখ হাসিনা আত্মরক্ষার কথা বলে মূলত রাষ্ট্রীয় সন্ত্রাসকে প্রশ্রয় দিয়েছেন। তিনি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে সমর্থন দিয়েছেন।
ফখরুল বলেন, আমাদেরও আত্মরক্ষার অধিকার আছে। প্রধানমন্ত্রী যে উসকানিমূলক বক্তব্য দিয়েছেন তার জন্য একদিন তাকে জবাবদিহি করতে হবে। রাষ্ট্রীয় হত্যার মাধ্যমে তিনি মানবতা বিরোধী অপরাধ করেছেন।
তিনি আরো বলেন, কিছু বুদ্ধিজীবী রাতে টিভি টক-শোতে এসে বলে বিএনপি আন্দোলন করে ভুল করেছে। অথচ তারা একবারও আলোচনা করে না সরকার কী ভুল করেছে। সরকার যে বাংলাদেশের গণতন্ত্রকে দাফন করিয়ে দিয়েছে, তা নিয়ে কোনো কথা বলছে না।