হাসানুজ্জামান: ক্ষমতার অপব্যবহারে নিষ্পেশিত হলো সরকারী নীতিমালা। সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পিয়ন কাম নাইট গার্ড নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের পরই ক্ষমতার অপব্যবহারে ব্যস্থ হয়ে উঠে কিছু কুচক্রি ব্যক্তি। তাদের হাতেই সরকারের বেঁধে দেয়া নিয়ম নীতিমালা গুলো পদদলিত হয়েছে। এমনি একটি ঘটনা চাঁদপুরের শাহরাস্তিতে ঘটেছে। জানা যায়, উপজেলর সুয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পিয়ন কাম নাইট গার্ড নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগ এলাকাবাসীর মুখে মুখে। সরেজমিনে দেখা যায়, উক্ত বিদ্যালয়ে এই পদে ৩ জন প্রার্থী প্রতিদন্ধীতা করে। এদের মধ্যে পৌর ৪নং ওয়ার্ডের সাহাপুর মালি বাড়ির মৃত শ্রীধাম চন্দ্র দাসের পুত্র দুলাল চন্দ্র দাস গত ২ জানুয়ারী ২০১৩ চাকুরীতে নিয়োগ প্রাপ্ত হয়। নিয়োগ প্রাপ্ত দুলালের বিরুদ্ধে অভিযোগ- তার বয়স সীমা অতিক্রম করলেও বিদ্যালয় ম্যানেজিং কমিটি, প্রধান শিক্ষক ও অন্যান্যে গোপন যোগসাজসে প্রকৃত ব্যক্তিরা চাকুরী থেকে বঞ্চিত হলে দুলাল চন্দ্র দাস চাকুরীটি পেয়ে যান। অভিযোগের আলোকে অনুসন্ধানে ও নির্বাচন অফিসের তথ্যে চাকুরী প্রাপ্ত ব্যক্তির নাম দুলাল চন্দ্র দাস, ভোটার আইডি কার্ড নং- ১৩১০৬০৬৬৮৪৭৩, আর জন্ম তারিখ ১৬ জুন ১৯৬৯ইং। ২ জানুয়ারী ২০১৩ পর্যন্ত তার বয়স দাঁড়ায় ৪৩ বছর ৫ মাস ১৪ দিন। অন্যদিকে পৌরসভার জন্ম নিবন্ধনের ৯নং বই তল্লাশিতে দেখা যায়, পিতা-মাতার নাম ও ঠিকানা ঠিক থাকলেও দুলাল চন্দ্রের প্রকৃত নাম পরিবর্তন হয়ে রিপন দাস আর জন্ম তারিখ ১ জানুয়ারী ১৯৮৩ করা হয়। যার জন্ম সনদ নং- ১৩২৮৫০৪১০০৭২০। দুলাল চন্দ্র দাস তার নাম ও বয়স পরিবর্তন করলেও তার পারিবারিক হিসাব পরিবর্তন করতে ব্যর্থ হন। পারিবারিক সূত্রে জানা যায়, ২২ বছর পূর্বে জোসনা রানী দাসকে স্ত্রী করে ঘরে তোলার পর ২ কন্যা সন্তানের জনক হয় দুলাল চন্দ্র দাস। বর্তমানে তার কন্যা পিংকি রানী দাস মেহার ডিগ্রি কলেজে ডিগ্রিতে ও ছোট কন্যা চম্পা রানী দাস সুয়াপাড়া জিকে উচ্চ বিদ্যালয়ে ১০ম শ্রেণীতে অধ্যায়নরত। বিয়ে-সন্তান ও তাদের শিক্ষা সবমিলে প্রমান করে দুলাল চাকুরীর জন্য বয়স ও নাম পরিবর্তন করলেও তার প্রকৃত বয়স ৪০ উর্ধ্ব। উক্ত চাকুরী প্রাপ্তিতে সরকারী নির্দেশিকায় উল্লেখ রয়েছে ১৮ থেকে সর্বোচ্চ ৩০ বৎসর হতে হবে প্রার্থীকে। অন্য এক অনুসন্ধানে দেখা যায়, দুলাল চন্দ্রের নামে আগে পৌরসভায় জন্ম নিবন্ধন থাকায় নাম পরিবর্তন করে রিপন দাস বানিয়ে নতুন জন্ম নিবন্ধন গ্রহন করে। পৌর অফিসের নথি সূত্রে জানা যায়, সুয়াপাড়া জিকে উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আঃ ওয়াদুদ কর্তৃক স্বাক্ষরিত গত ৫ ডিসেম্বর ১২ তারিখে রিপন দাস নামে স্কুল সনদ প্রদান করে উক্ত ভুয়া জন্ম সনদ গ্রহন করতে সাহায্য করা হয়। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুকবুল আহম্মেদ মজুমদার জানান, এখানে কোনো অনিয়ম হয়নি। যেভাবে রিপন দাসকে চাকুরী দেয়ার কথা সে ভাবেই দেয়া হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি আরও জানান, নিয়োগ কমিটির বিশেষ ব্যবস্থাপনায় রিপন দাসের চাকুরী হয়েছে। প্রতিবেদক তথ্য জানতে চাইলে তিনি উপজেলা সহকারী শিক্ষা অফিসারের দোহাই তুলে ধরেন। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি কামরুজ্জামান মিন্টুর সাথে মুঠোফোনে আলাপকালে তিনি জানান, তিনি উপজেলা আ’লীগের সেক্রেটারী পদে নির্বাচন করছেন বিধায় ১৯ জানুয়ারী কাউন্সিলের পর এ বিষয়ে প্রতিবেদকের সাথে কথা বলবেন বলে ফোনের লাইন কেটে দেন। তথ্য সূত্রে জানা যায়, সুয়াপাড়া সপ্রাবির পিয়ন নিয়োগ কমিটির সভাপতি কামরুজ্জামান মিন্টু, সদস্য সচিব বিদ্যালয় প্রধান শিক্ষক মুকবুল আহমেদ মজুমদার ও সদস্য উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষে যে কোনো একজন। এলাকাবাসী জানান, সরকারী নীতিমালা ভঙ্গকরণ আর সরকারের ভাবমূর্তি নষ্ট করার সামিল। ব্যক্তি ক্ষমতার ইমেজ দিয়ে বর্তমান সরকারের উন্নয়ন মূখী কর্মকান্ডে বাধা প্রয়োগকারীরা কখনই শিক্ষা প্রতিষ্ঠান প্রেমী নয় বলেও তারা মন্তব্য করেন। অনিয়ম ও দূর্নীতির মাধ্যমে চাকুরী প্রাপ্ত দুলাল চন্দ্র দাসকে অপসারণ করে যথাযথ যোগ্য ব্যক্তিকে চাকুরী প্রদানের দাবী জানান তারা।
শিরোনাম:
আরও সংবাদ
বিপুল ঋণ নবায়নের পরও ১১ ব্যাংকে মূলধন ঘাটতি
২০২২ সালের শেষ তিন মাসে বিপুল পরিমাণ খেলাপি ঋণ নবায়নের মাধ্যমে নিয়মিত করার পরও ব্যাংক খাতে... বিস্তারিত
জাতির পিতার জন্মদিন আজ
প্রতিকূল পরিবেশেও বাঙালির কল্যাণ কামনায় অবিরাম ছুটে চলা রাজনীতিক বঙ্গবন্ধু শেখ মুজিবুর... বিস্তারিত
ডায়াবেটিস রোগীদের বিনামূল্যে ইনসুলিন দেবে সরকার
ডায়াবেটিস রোগীদের সরকার বিনামূল্যে ইনসুলিন দেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।... বিস্তারিত
হঠাৎ বাংলাদেশী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার শীর্ষ গন্তব্য আবুধাবি-দুবাই
গোটা বিশ্বেই উচ্চশিক্ষায় বিদেশযাত্রার জন্য সবচেয়ে জনপ্রিয় গন্তব্য ইউরোপ-আমেরিকার... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।