শরীফুল ইসলাম
চাঁদপুর পৌর সভার আয়োজনে বয়স্কভাতা, বিধবাভাতা, পঙ্গুভাতা বিতরন অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল বেলা ১১ টায় চাঁদপুর পৌর পাঠাগারে ২০৮ জনকে ভাতা প্রদান করেন পৌর মেয়র। সমাজ সেবা কর্মকত্তা কামরুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পৌর মেয়র নাসির উদ্দিন আহমেদ। তিনি বলেন, বাংলাদেশে শুধুমাত্র এই সরকারের আমলেই বয়স্কভাতা, বিধবাভাতা, পঙ্গুভাতা চালু হয়। এই সরকার গরিব দুখি মানুষের পাশে এসে দাড়িছে বলেই আপনারা আজ ভাতা পাচ্ছেন। আপনাদের কাছে আমার অনুরোদ থাকবে পুনরায় ভোট দিয়ে এই সরকারকে ফিরিয়ে আনবেন। নাগরিক সুযোগ থেকে কেউ যদি বঞ্চিত হন আপনারা অবশ্যই কাউন্সিলরকে জানাবেন আমরা এর ব্যবস্থা গ্রহন করবো। ভাতা প্রধান অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, পেনের মেয়র সিদ্দিকুর রহমান ঢালি, পৌর কাউন্সিলরদের মধ্যে বক্তব্য রাখেন, নজরুল ইনলাম কেপারী, হোসেন গাজী,ফরিদা ইলিয়াস, চাঁদ মিয়া মাঝি, রেবেকা সুলতানা, আয়েশা রহমান, আব্দুল লতিফ গাজী,মইনুল ইসলাম বেপারী, বিএম জাহাজাহান, খালেদা রহমান,মাহফুজ বেপারীসহ অনান্যরা পৌর কর্মকত্তাগন উপস্থিত ছিলেন।
শিরোনাম:
রবিবার , ৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৪ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।