এম এ আকিব ॥
৫ই জানুয়ারীর ভোটবিহীন অবৈধ নির্বাচনে মতায় আসা বর্তমান সরকার পতন আন্দোলনে শীঘ্রই নতুন উদ্যোমে মাঠে নামছে চাঁদপুর জেলা ছাত্রদল। জেলা ছাত্রদলের একাধীক সূত্র থেকে এমন প্রস্তুতির কথা জানা গেছ। জেলা ছাত্রদল নেতারা বলছেন, সরকার পতন আন্দোলনে নবগঠিত চাঁদপুর জেলা ছাত্রদল প্রস্তুত রয়েছে।
বর্তমান সরকারকে হটাতে আন্দোলন করে ইতপুর্বে তেমন কোন সাফল্য বিএনপির নেই বললেই চলে। সারা দেশের আন্দোলনে কিছুটা তিব্রতা থাকলেও ঢাকার আন্দোলন ছিলো সরকারের নিয়ন্ত্রে। আর তাই বিগতদিনের কোন আন্দেলনের সুফল ঘরে আনতে পারেনি বিএনপি। এবার নতুন করে প্রস্তুতি চলছে ঢাকাসহ সারা দেশে দলের তৃণমূল পর্যায়ে। দলকে সুশৃঙ্খল ও শক্তিসালী করে সরকার পতন আন্দোলনকে বেগবান করতে ত্যাগী নেতাদের নিয়ে গঠন করা হচ্ছে দলের বিভিন্ন অঙ্গ ও সহযেগী সংগঠনের আহবায়ক কমিটি। যারই অংশ চাঁদপুর জেলা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি। এ কমিটি ঘেষনার পর জেলার কোথায়ও ছাত্রদলের কোন নেতাকর্মীরা বিরোধীতা না করায় সকলের কাছেই গ্রহনযোগ্যতা পায় তারুণ্য নির্ভর নতুন এই কমিটি। আর তাই প্রাণচাঞ্চলতা ফিরে এসেছে দলের সব্রত্রই। এসব উজ্জিবিত নেতাকর্মীদের ব্যপক উৎসাহ-উদ্দিপনার উপর ভরকরে সরকার পতন আন্দোলনে এখন প্রস্তুত চাঁদপুর জেলা ছাত্রদল। নবগঠিত চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির প থেকে দলের নেতা কর্মীদেরকে এমনটি আশ্বাস দেয়া হচ্ছে। জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির নেতারা বলছেন, আমরা শীঘ্রই আমাদের সাবেক ছাত্রদল নেতাদের পরামর্শ ও সহযোগীতায় জেলার সকল উপজেলার এবং প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ছাত্রদলকে সু-সংগঠিত করে বেগম খালেদা জিয়া ঘোষিত সরকার পতনে দুর্বার আন্দোলন গড়ে তুলবো। যার ফলে বর্তমান অবৈধ সরকারকে হটাতে চাঁদপুরের আন্দোলনে যোগ হবে নতুন মাত্রা। বর্তমান নবগঠিত কমিটির নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা আগের ছেয়ে অনেক বেশি উজ্জিবিত। তাই সরকারের যে কোন চ্যালেঞ্জ মোকাবেলায় রাজ পথ দখলে রাখতে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ।
শিরোনাম:
সোমবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৮ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।