কচুয়া: স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, তৈরি পোশাক শিল্পের বেতন বাড়ানোর বিষয় নিয়ে শ্রমিক ও মালিকদের যুক্তিতর্ক সরকার বিবেচনা করছে।
সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে চাঁদপুরের কচুয়া উপজেলা কমপ্লেক্স ভবনে স্বাস্থ্যকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, বেতন-ভাতা বাড়ানোর দাবিতে দেশে এখনও কোনো ধরণের বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি। তাছাড়া এ নিয়ে দেশের পোশাক শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির হওয়ার কোন কারণ নেই বলেও মন্তব্য করেন তিনি।
দেশব্যাপী জামায়াত-শিবিরের সহিংসতা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জামায়াত-শিবির এবং বিএনপি যুদ্ধাপরাধীদের সমর্থনে যে অপতত্পরতা চালাচ্ছে তা সর্বাত্মক শক্তি দিয়ে মোকাবেলা করার জন্য সরকার দৃঢ় প্রতিজ্ঞ।
এ সময় কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউদ্দিন সুমন, এএসপি (সার্কেল) মো. হানিফ, উপজেলা ভাইস-চেয়ারম্যান সোহরাব হোসেন সোহাগ উপস্থিত ছিলেন।