মতলব দক্ষিণ : মতলব দৰিণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অফিস গতকাল ২১ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. মোঃ জালাল উদ্দিন। উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আটক দলীয় নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তি দেয়া না হলে মতলব থেকেই সরকার পতন আন্দোলন শুরু করা হবে। বর্তমান জুলুমবাজ সরকারের বহু অন্যায় অত্যাচার নির্যাতন, বাংলার নীরিহ মানুষ নীরবে সহ্য করেছে। এখন আর সহ্য করার সময় নয়, তার পাল্টা জবাব দিবে জনগণ। সরকারের নানা ব্যর্থতা ও দুর্নীতির সব প্রমাণ এখন জনগণের কাছে। তাই বর্তমান আওয়ামী লীগ আগামীতে সুষ্ঠু ও নিরপেৰ ভোটে ৰমতায় আসতে পারবে না ভেবেই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে। আর তত্ত্বাবধায়ক সরকার ব্যতীত এদেশে কোনো জাতীয় নির্বাচন বিএনপিসহ সাধারণ জনগণ কোনোভাবেই হতে দিবে না। তিনি আরো বলেন, সরকার যতই কঠোর হবে বিএনপির আন্দোলন আরো কঠোর থেকে কঠোরতর হবে। তাই এ সরকারকে বিদায় ঘণ্টা বাজাতে হলে দলের অভ্যনত্দরীণ সকল দ্বন্দ্ব ভুলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ এমদাদ হোসেন খানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এমরান হোসেন মিলনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সদস্য নূরুল হক জিতু, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এহসানুল হক ফটিক, জেলা বিএনপির সদস্য ও মতলব পৌরসভার মেয়র এনামুল হক বাদল, পৌর বিএনপির সদস্য মোলস্না মোঃ জাকির হোসেন। আরো বক্তব্য রাখেন উপাদী উত্তর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ নাজিম উদ্দিন আলম, উপাদী উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি বিলস্নাল হোসেন খান, উপাদী দৰিণ ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাবুল ফরাজী, বিএনপি নেতা নিহাল চৌধুরী, নয়ন হাজরা, মহিজল সরকার, সৈয়দ শামীম আহমেদ, কামাল বেপারী, মহসিন প্রধান, মনির ফরাজী, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক শোয়েব আহমেদ সরকার, পৌর যুবদলের সাবেক আহবায়ক মোজাহিদুল ইসলাম কিরণ, যুগ্ম আহ্বায়ক মজিব সরকার, এমএ আজিজ ঢালী, যুবদল নেতা বিজয় মৃধা, উপজেলা ছাত্রদল নেতা মিরান হোসেন মিয়াজী, পৌর ছাত্রদল নেতা শরীফ উল্যাহ টিটু, সুমন সরকার, মাসুদুল ইসলাম সোহাগ, শ্রমিক নেতা মোঃ হযরত আলী, কবির হোসেন প্রমুখ। অনুষ্ঠানের পূর্বে তিনি মতলব পৌর বিএনপির সভাপতি মরহুম বিলস্নাল হোসেন সরকারের কুলখানি অনুষ্ঠানে যোগদান করেন।
এদিকে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় নেতা ড. জালাল উদ্দিনের হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগদান করেন উপাদী দৰিণ ইউনিয়নের জাতীয় পার্টির নেতা বাদল খানের নেতৃত্বে অর্ধ শতাধিক নেতা-কর্মী ও মতলব পৌরসভার শীলমন্দি এলাকার যুবলীগ থেকে তবদিল হোসেন বিএনপিতে যোগদান করেন। উক্ত অনুষ্ঠানে বিএনপিসহ সকল অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।