
কুমিল্লা: বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, এফবিসিসিআই এর পরিচালক সিআইপি আবুল আয়েছ খান এর উদ্যোগে অসহায়, দুস্থ ১ হাজার ১শ’ মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
শুক্রবার (২৮ মে) সকাল সাড়ে ১০টায় কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলার শ্রীকাইল কে কে বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপ-সচিব) ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।
তিনি বলেন, এধরণের উদ্যোগ একটি মহৎ উদ্যোগ।
মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন করোনাকালীন সময়ে যারা বিত্তবান তারা যেন অসহায় মানুষদের পাশে এসে দাঁড়াই। আজকের উদ্যোক্তা অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন, তার জন্যে তাঁকে ধন্যবাদ জানাই।
তিনি আরো বলেন, কাউকে পিছনে ফেলে একটি দেশ এগিয়ে যেতে পারে না। সবাইকে নিয়ে এগিয়ে যেতে হয়। তাই আমরা সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই। উন্নয়নের জন্যে এসব মানুষকে সম্পৃক্ত রাখতে পারলে আমাদের মুরাদনগরের উন্নয়ন হবে। সুতরাং আমরা চাই তিনি আমাদের মাঝে সবসসয় এগিয়ে আসুক, মুরাদনগরের মানুষদের সুখে দুঃখে পাশে থাকুক।
আর্থিক সহায়তা প্রদান অনুষ্টানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, এফবিসিসিআই এর পরিচালক সিআইপি আবুল আয়েছ খান।
তিনি অসহায়, দুস্থদের উদ্দেশ্য করে বলেন, আমি জানি করোনাকালীন সময়ে আপনাদের অনেক অসুবিধা হয়েছিলো, আমি আগেও অনেক অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছিলাম। আল্লাহপাক আমাকে ক্ষমতা দিয়েছেন আপনাদের পাশে দাঁড়ানোর, তাই আমি আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি। আপনাদের পাশে দাঁড়াতে পেরে আমি অহংকার করছি না। এটা আমার কাজ। যতদিন আল্লাহ ক্ষমতা দিবেন ততদিন আপনাদের পাশে দাঁড়াবো। আপনাদের বড়ধরণের কোন অসুবিদা হলে আমাকে বলবেন আমি আপনাদেরকে সহায়তা করবো।
তিনি আরো বলেন, সমাজের যারা বিত্তশালী রয়েছেন তাঁরা যেন সবাই অসহায়দেের পাশে এসে দাঁড়ান। আপনারা বিত্তশালীরা সবাই মিলে যদি অহায়দের পাশে এসে দাঁড়ান তাহলে আমাদের এদেশে কেউ গরীব থাকবে না। আমাদের দেশ উন্নয়নের শিখরের পৌঁছে যাবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মুরাদনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা অভিষেক দাস, মুরাদনগর ১ নং শ্রীকাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল উদ্দিন সরকার, সাবেক পল্লী বিদুৎ কর্মকর্তা আ. ছাত্তার ডিলার প্রমূখ।
প্রসঙ্গত, প্রত্যেককে ১হাজার টাকা করে ১১০০ লোককে মোট ১১ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।
সংবাদদাতা/চাঁদপুরনিউজ/