সিনিয়র করেসপন্ডেন্ট: চাঁদপুর সদর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভাপতির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ।
তিনি তার বক্তব্যে বলেন, চাঁদপুরের সাংবাদিকদের আন্তরিকতা রয়েছে। সকালে পত্রিকাগুলো দেখলে মন ভালো হয়ে যায়। সরকারের সকল উন্নয়নগুলো সাংবাদিকরা তুলে ধরেন। সাংবাদিকদের মত সকলকে সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরতে হবে। উন্নয়ন ও অগ্রগতির কাজে সকলের সহযোগিতা প্রয়োজন। বিভিন্ন বিভাগে অনেকই নতুন যোগদান করেছেন। আমরা সকলকে নিয়ে নতুন উদ্যোমে কাজ শুরু করবো।
তিনি আরো বলেন, জাটকা রক্ষায় জেলা প্রশাসন থেকে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। কোন ভাবেই ছাড় দেওয়া হবে না। এছাড়া উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তাকে আগামী ৩ মাসের মধ্যে জেলেদের নিবন্ধিত তালিকাটি হালনাগাদ করতে বলেন ইউএনও।
সভায় বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, সাধারণ সম্পাদক রহিম বাদশা, চাঁদপুর মডেল থানার ওসি আব্দুর রশিদ, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আরশ্বাদ মিয়াজী, এনএসআই এর সহকারী পরিচালক এ বিএম কাউসার জামান, পুলিশ পরিদর্শক মনির আহমেদ, চাঁদপুর সদর উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি সালেহ উদ্দিন জিন্নাহ, রাজরাজেস্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী বেপারী, চান্দ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটওয়ারী, হানারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তার রাঢ়ী, রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী, চঁদেপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মাহবুব রশীদ, পানি উন্নয়ন বোড (ট্রাস্ট্রিবোড আইডাব্লিউএম) প্রতিনিধি মো. শাহাবুদ্দিন মোল্লা, সাইফুর রহমান প্রমুখ।
চাঁদপুরনিউজ/এমএমএ/