
মতলব উত্তর সংবাদদাতা: চাঁদপুরের মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক জাকির হোসেন বাদশার শ্বশুর ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ছেঙ্গারচর পৌরসভার কেশাইরকান্দি গ্রামের নিজ বাড়িতে বুধবার দুপুর সাড়ে ১২টার সময় সাইজুদ্দিন প্রধান শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল প্রায় ৮০ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে মো. মনির হোসেন মো বিল্লা, ৪ মেয়ে ছালমা বেগম, হাওয়া বেগম, আমেনা বেগম, ইতি বেগম, গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার বাদ আছর মরহুমের নিজ এলাকার গার্লস স্কুল ঈদগা মাঠে জানাযা শেষে সামাজিক কবরস্থানে দাফন করা হয়। জানা যায় এলাকার বিভিন্ন ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
চাঁদপুরনিউজ/এমএমএ/