ফাহিম শাহরিন কৌশিক খান
ফরিদগঞ্জের প্রতারক আতিকুর রহমান সর্দার চাঁদপুর শহরের আবাসিক হোটেল থেকে অনৈতিক কাজে লিপ্ত থাকাবস্থায় যুবতীসহ আটক হয়েছে স্থানীয় জনতা কর্তৃক। গণধোলাই শেষে মুচলেকা দিয়ে অবশেষে ছাড়া পায়। গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় নতুন বাজারের একটি আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া যুবতী জানায়, সে বগুড়া থেকে ঢাকা হয়ে লঞ্চযোগে চাঁদপুর ঘাটে এসে মহিলাদের বিশ্রামাগারে অবস্থান নেয়। এ সময় ভোর ৬টায় লম্পট আতিকুর রহমান সর্দার নিজেকে যাত্রী কল্যান সমিতির সভাপতি ও চাঁদপুর সংবাদ ও অপরাধ বিচিত্রার সাংবাদিক পরিচয় দিয়ে বাসে উঠিয়ে দেয়ার নাম করে হোটেলে নিয়ে আসে। সে ভয়ভীতি প্রদর্শন করে আতিক ও সহযোগি সহ যুবতীকে জোর পূর্বক ধর্ষণ করার চেষ্টা করে। কিছুক্ষণ পর সে তার সহযোগিকে নিয়ে হোটেলের কক্ষ থেকে বের হয়ে বাহিরে চলে যায়। দুপুর ২টায় পুনরায় হোটেলের কক্ষে এসে আবারো অনৈতিক কাজ করার চেষ্টা করে। এ সময় তার ডাক চিৎকারে হোটেলের বয় ও আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে। স্থানীয়রা জানায়, লম্পট আতিক প্রশাসনের নাম বিক্রি করে ও ভুয়া সাংবাদিক পরিচয় দিয়ে এভাবে শহরের বেশ কয়েকটি হোটেলে এসব অপরিচিত মেয়েদেরকে নিয়ে ধর্ষণ করার অভিযোগ রয়েছে। তার সহযোগি ভুয়া কাজী ও ভুয়া হোমিওপ্যাথী ডাক্তারসহ এভাবে যাত্রী কল্যান সমিতির নাম বিক্রি করে অসহায় মেয়েদেরকে অনৈতিক কাজ করার জন্য বাধ্য করে। লম্পট আতিককে অনৈতিক কাজ করাবস্থায় হাতে নাতে আটক করে গনধোলাই দিয়ে কান ধরে উঠবস করিয়ে ও কুমড়াচেঙ্গি দিয়ে এবং মুচলেকা রেখে স্থানীয় লোকজন ছেড়ে দেয়া হয়। উদ্ধার হওয়া যুবতী বগুড়ার কাকরতলী মহিউদ্দিনের মেয়ে। তার স্বামী কুমিল্লায় চাকুরি করে বিধায় বগুড়ার বাবার বাড়ি থেকে চাঁদপুর হয়ে কুমিল্লা যাওয়ার পথে এ দুর্ঘটনাটি ঘটে। লম্পট আতিক জানায়, যাত্রী কল্যান সমিতির সভাপতি হয়ে ও তার সহযোগি ১০নং ঘাটের ভুয়া হোমিওপ্যাথী ডাক্তার ও সমিতির সদস্য সচিব ভোরে মেয়েটিকে নিয়ে হোটেলের কক্ষে নিয়ে রাখে। এ সময় সে ডাক চিৎকার দিলে স্থানীয়রা এসে তাকে আটক করে।
এদিকে ভূয়া সাংবাদিকনামধারী আতিকুর রহমান সর্দারের বিরুদ্ধে অজস্র অভিযোগ রয়েছে। এ ঘটনা প্রকাশ হওয়ার পর বিভিন্ন স্থান থেকে মানুষজন ভূয়া সাংবাদিক আতিকের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আনেন। অভিযোগের সারমর্ম হচ্ছে সে মানুষজনকে ব্ল্যাকমেইল করার হীন উদ্দেশ্যে সাংবাদিক পরিচয় দিয়ে কাল্পনিক তথ্য উপস্থাপন করে মানুষের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেয়।
শিরোনাম:
বুধবার , ৩০ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৭ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।