ফাহিম শাহরিন কৌশিক খান
সাংবাদিক পরিচয় দিয়ে ছবি তুলে ভয় দেখিয়ে মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টাকালে ২জনকে আটক করা হয়েছে। জানাযায়, গতকাল ঢাকা থেকে চাঁদপুরগামী এমভি সোনার তরী-১ লঞ্চের কেবিনে হাজীগঞ্জের আব্দুল কাদির তার স্ত্রী মরিয়মকে নিয়ে চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রা করে। লঞ্চটি ঢাকার সদর ঘাট থেকে বিকেল সাড়ে ৫টায় চাঁদপুরের উদ্দেশ্যে ছাড়ে। সন্ধ্যা ৭টায় লঞ্চের ৩য় তলায় কেবিনের পাশে ৩/৪ জন ছেলে আনাগোনা করতে থাকে। এসময় কেবিনের জানালা খোলা থাকায় হাইমচরের নয়ানীর আবুল তাহেরের ছেলে সোহেল (২৫) ও চাঁদপুর সদর থানার ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের রুহুল আমিন দর্জির ছেলে নিজেদেরকে সাংবাদিক পরিচয় দিয়ে জানালা দিয়ে হাত দিয়ে মোবাইল ঢুকিয়ে মোবাইলে কয়েকটি ছবি তুলে। কেবিনে থাকা স্বামী স্ত্রী দরজা খুলে বেরিয়ে আসলে তারা মহিলা যাত্রী মরিয়মকে কেবিনে ঢুকিয়ে ধর্ষণের চেষ্টা চালায়।
এসময় স্বামী আব্দুল কাদের বাঁধা দিলে তারা তাকে পিটিয়ে আহত করে। স্বামী-স্ত্রীর আত্মচিৎকারে আশপাশের যাত্রী ও লঞ্চের স্টাফরা এসে তাদের আটক করে লঞ্চে কর্তব্যরত আনসারদের হাতে সোপর্দ করে। রাত ৯টায় লঞ্চটি চাঁদপুর লঞ্চঘাটে পৌঁছলে সংবাদ পেলে চাঁদপুর মডেল থানার এসআই নাজমুল হক কামাল ও চাঁদপুর নৌ-পুলিশ ফাঁড়ির এটিএসআই বেলায়েত সঙ্গীয় ফোর্স নিয়ে লঞ্চ থেকে ধর্ষণের চেষ্টাকারি দু’ প্রতারককে আটক করে থানায় নিয়ে আসে। লঞ্চে ঘটনার শিকার স্বামী-স্ত্রী দু’জন চাঁদপুর মডেল থানায় এসে অতিরিক্ত পুলিশ কামরুল ইসলাম ইসলাম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাইয়ুমকে ঘটনা জানায়। এ ব্যাপারে আব্দুল কাদির বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছে। পুলিশ সূত্রে জানাযায়, অভিযোগের ভিত্তিতে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাঁজা প্রদান করা হবে।
শিরোনাম:
শুক্রবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।