ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা: প্রথম আলো’র সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও আটকের প্রতিবাদে এবং তাঁর নি:শর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে ফরিদগঞ্জ প্রেসক্লাব।
বৃহস্পতিবার (২০ মে) সকালে ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সামনে মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এ সময় মুখে কালো ব্যাজ পরেন সাংবাদিকবৃন্দ।
ফরিদগঞ্জ প্রেসক্লাব সভাপতি মো. কামরুজ্জামানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুছ ছোবহান লিটনের পরিচালনায় এ সময় বক্তব্য রাখের চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক নয়াদিগন্ত ও আরটিভি’র জেলা প্রতিনিধি, দৈনিক চাঁদপুর দর্পণের সম্পাদক শরীফ চেীধুরী। ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান, নুরুন্নবী নোমান, বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি এমকে মানিক পাঠান, সিনিয়র সাংবাদিক আবু হেনা মোস্তফা কামাল, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, সহ-সভাপতি আমান উল্যাহ। মানবন্ধবে সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- সহ-সভাপতি মো.মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ফরহাদ ও সাংগঠনিক সম্পাদক শাকিল হাসান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘জনগণের পক্ষে সংবাদ প্রচারের অপরাধে সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে প্রশাসন অন্যায় করছে। এভাবে গণমাধ্যমের কন্ঠ রোধ করা যায় না। এটা সম্ভব নয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জেবুন্নেছা এবং তাঁর দোসররা যে অপরাধ করেছেন তা অমার্জনীয়। উপরন্তু আদালত তাঁর জামিন নামঞ্জুর করে সাংবাদিক নির্যাতনের বিচার প্রাপ্তির অধিকারকে অনিশ্চয়তার পথে ঠেলে দিয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। গণমাধ্যমের কন্ঠরোধের সকল অপচেষ্টা বাদ দেওয়ার আহবান জানাচ্ছি। যদি সরকার এবং বিচার বিভাগের দায়িত্বশীল কর্তৃপক্ষ সাংবাদিক নির্যাতনের বিচার এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হন, তাহলে আগামী দিনে জাতীয় সাংবাদিক নের্তৃবৃন্দের আহবানে আমরা যে কোন কঠোর কর্মসূচী বাস্তবায়নে সর্বাত্মক প্রস্তত রয়েছি।
সংবাদদাতা/চাঁদপুরনিউজ/