স্টাফ রিপোর্টার ঃ
জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ ও গবেষণা বিষয়ক সম্পাদক, দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার স্টাফ রিপোর্টার, দৈনিক মুক্ত খবর ও রুপসী বাংলার চাঁদপুর জেলা সংবাদদাতা, সাপ্তাহিক পাঠক সংবাদ পত্রিকার যুগ্ন সম্পাদক, বাংলাদেশ কবি পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, স্বপ্নীল কন্ঠ সাহিত্য-সাংস্কৃতিক পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি-হাসানুজ্জামান মটর সাইকেল দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। সকাল সাড়ে ১০টায় চাঁদপুরের শাহ্রাস্তি উপজেলার পৌর শহরের নিজমেহের অক্সফোর্ড ইংলিশ মিডিয়াম স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শাহ্রাস্তি মাজার রোডে অক্সফোর্ড ইংলিশ মিডিয়াম স্কুল সংলগ্ন রাস্তা দিয়ে কর্তব্য কাজে শাহ্রাস্তি স্কুলে যাওয়ার সময় হঠাৎ উল্টো দিক থেকে আসা দ্রুতগামী বাই সাইকেলটি মটর সাইকেলে আঘাত করার চেষ্টা করলে বাই সাইকেল আরোহী বাচ্চাটিকে রক্ষা করতে গিয়ে তিনি গুরুতর আহত হন। এ সময় সফর সঙ্গী হিসেবে শাহ্রাস্তি প্রেস ক্লাবের সদস্য, দৈনিক মেঘনা বার্তা ও দৈনিক নয়াদিগন্ত পত্রিকার উপজেলা প্রতিনিধি কামরুজ্জামান সেন্টুও আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতদের পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দ্রুত আরোগ্যতার জন্য দোয়া চাওয়া হয়েছে।