চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য ও জেলার কৃতী সন্তান যুগান্তরের ইকনমিক অ্যাডিটর হেলাল উদ্দিনকে সাজানো মামলায় ৫৭ ধারায় কারাগারে প্রেরণ করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চাঁদপুর প্রেসক্লাব। গতকাল শুক্রবার প্রেসক্লাবের সাধারণ সভায় এ ধরনের সাজানো মামলার নিন্দা প্রস্তাব এনে অবিলম্বে মামলা প্রত্যাহার করে সাংবাদিক হেলাল উদ্দিনের নিঃশর্ত মুক্তি দাবি করা হয়। পাশাপাশি হাজীগঞ্জে প্রথম আলোর প্রতিনিধি শাহজাহান ও একজন মুক্তিযোদ্ধার বিরুদ্ধেও ইতিপূর্বে ৫৭ ধারায় যে দুটি মামলা করা হয়েছে তার ও তীব্র নিন্দা ক্ষোভ প্রকাশ করা হয়। প্রেসক্লাব সভাপতি শরীফ চৌধুরী অচিরেই চাঁদপুরে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করার ঘোষণা দেন।
এ সভায় চাঁদপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ মনে করেন আইসিটি অ্যাক্টের ৫৭ ধারা একটি কালো আইন। এটি প্রয়োগের নামে অপপ্রয়োগ হচ্ছে। আর এর শিকার হচ্ছেন সাংবাদিকরা। সাংবাদিকরা অকারণে হয়রানির শিকার হচ্ছেন, পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে ৫৭ ধারা মারাত্মক প্রতিবন্ধকতার সৃষ্টি করছে। চাঁদপুরের সাংবাদিক সমাজ মনে করে এই ৫৭ ধারা বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার চেতনা বিরোধী। তাই অবিলম্বে এই কালো আইন বাতিল করে মত প্রকাশের স্বাধীনতা রক্ষার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।